রাঙ্গুনিয়ায় বেড়েই চলেছে করোনা আক্রান্তের হার তবুও নেই সচেতনতা

শ্রীকান্ত চৌধুরী ,রাঙ্গুনিয়া প্রতিনিধি :: রাঙ্গুনিয়ায় দিন দিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।তবুও বাড়ছে না সচেতনতা। ইতিমধ্যে চট্টগ্রাম সিভিল সার্জনের একটি তালিকায় রাঙ্গুনিয়াকে রেড জোন এলাকার আওতায় আনা হয়েছে ৷এরপরও সাধারণ মানুষের মাঝে সচেতনতার বিন্দুমাত্র দেখা যায়নি। সোমবার (১৫ জুন) রাঙ্গুনিয়ায় আরও ১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে নতুন শনাক্ত ৯ জন এবং ১ জন দ্বিতীয় নমুনায় এবং ২ জন তৃতীয় নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে। নতুন আক্রান্তরা হলেন মরিয়মনগর ইউনিয়নের একটি পরিবারের ৩৩ বছর বয়সী নারী এবং তার ২০ ও ১৪ বছর বয়সী দুই মেয়ে, মুরাদনগর এলাকার ৪৮ বছর বয়সী পুরুষ, লালানগর ইউনিয়নের ২৬ বছর বয়সী পুরুষ, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ২৭ বছর বয়সী ল্যাব টেকনেশিয়ান নারী ও তার ৪ বছরের শিশুকন্যা, ঘাটচেক এলাকার ১০০ বছর বয়সী নারী, সৈয়দবাড়ি এলাকার ৫০ বছর বয়সী পুরুষ। এছাড়া সরফভাটা ইউনিয়নের ২৯ বছর বয়সী চিকিৎসক ও তার পরিবারের ১৬ বছরের এক তরুণের দ্বিতীয় নমুনায় নেগেটিভ এসেছিল। কিন্তু তাদের আবারও তৃতীয় নমুনায় পজিটিভ আসে। অন্যদিকে উপজেলা পরিষদের ২ বছর বয়সী এক শিশুরও দ্বিতীয় নমুনায় পজিটিভ এসেছে। রাঙ্গুনিয়ায় নতুন আক্রান্ত সবার বাড়িতে লাল পতাকা লাগিয়ে লকডাউন করা হয়েছে এবং সুস্থ না হওয়া পর্যন্ত তাদের ঘরে থেকে চিকিৎসা নেওয়ার জন্য বলা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে আরও জানা যায়, এখন পর্যন্ত মোট ৪৫৬ জনের নমুনা সংগ্রহ হয়েছে। এরমধ্যে প্রতিবেদন এসেছে ৩৫৩ জনের। যারমধ্যে এখন পর্যন্ত ৮২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২২ জন, মারা গেছেন ৩ জন। হোম আইসোলেশনে আছেন ৫১ জন এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ৭ জন। রেড জোন ঘোষণার পর নিয়ম অনুযায়ী লকডাউন করা হবে কিনা জানতে চাইলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম জানান, লকডাউনের বিষয়ে এখনও সুনির্দিষ্টভাবে কোন নির্দেশনা আসেনি। নির্দেশনা পেলে সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে রাঙ্গুনিয়ায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সকে আইসোলেশন সেন্টার প্রক্রিয়া চলছে বলে জানা যায়। ৩০ শয্যার এই আইসোলেশন সেন্টার করার জন্য উদ্যোগ নিয়েছেন তথ্যমন্ত্রী ও রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সাংসদ ড. হাছান মাহমুদ এমপি।শিঘ্রই তার বাস্তবায়ন হবে ৷

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930