॥ ইমতিয়াজ কামাল ইমন ॥ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙ্গামাটির বিভিন্ন এলাকায় দুঃস্থ মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন প্রদান, বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে মাইক সেট, স্টীল খাটিয়া এবং চেয়ার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ জুন) সকালে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে রাঙ্গামাটি জেলা পরিষদের বাস্তবায়নে শহরের বিভিন্ন এলাকার ২৫জন দুঃস্থ মহিলাদের সেলাই মেশিন বিতরণ করেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মনোয়ার আক্তার জাহানের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নিখিল কুমার চাকমা, সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের প্রচার ও গবেষণা সম্পাদক মমতাজ উদ্দিনসহ জেলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সেলাই মেশিন বিতরণকালে সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি বলেন, পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে বিভিন্ন ধরনের উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে সরকার। জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারই অংশ হিসাবে গরীব ও দুস্থ নারীদের মাঝে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও জেলা পরিষদের বাস্তবানে এই সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এর ফলে আত্ম কর্মসংস্থানের মাধ্যমে দেশ অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবে এবং সেলাই মেশিন যারা পেয়েছেন তাদের সংসারে একটি আয়ের পথ হিসেবে কাজ করবে।