বান্দরবানে দুই ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, ১৪জন গ্রেফতার

॥রুমা প্রতিনিধি॥ বান্দরবানের রুমা উপজেলার দূর্গম এলাকা রেমাক্রী প্রাংসায় দুই ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগে ১৪জন আসামীকে গ্রেফতার করেছে রুমা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা সবাই রুমার দূর্গম রেমাক্রী প্রাংসা ইউনিয়নের হ্লাচিং পাড়ার বাসিন্দা। শুক্রবার (৩জুলাই) বিকেলে তাদের গ্রেফতার করে রুমা থানা পুলিশ। পুলিশ জানায়, গত মঙ্গলবার (৩০জুলাই) রুমা রেমাক্রী প্রাংসা ইউনিয়নের হ্লাচিং পাড়ার থোয়াই হ্লাচিং এর ছেলে ক্যসিং থোয়াই মার্মা (৩০) ও থোয়াই বাই অং মার্মা(৩৬) এ দুই ভাইকে একই এলাকার বাসিন্দারা গণধোলাই দিলে ঘটনা¯’লেই তাদের মৃত্যু হয়। এঘটনায় ক্যসিং থোয়াই এর স্ত্রী মেথেচিং মার্মা বৃহষ্পতিবার (২জুন) রুমা থানায় একটি জোড়া খুনের মামলা করলে আসামীদের গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:আবুল কাসেম চৌধুরী জানান, মামলা হওয়ার পর ২৪ঘন্টার মধ্যে ১৪জন আসামীকে গ্রেফতার করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধ ও স্বীকার করেছে। প্রসঙ্গত : চলতি বছরের ২৪শে জানুয়ারি রুমার দূর্গম হ্লাচিং পাড়া এলাকায় চট্টগ্রাম র‌্যাব ৭ এর সদস্যরা অভিযান চালিয়ে নিহত এ দুই ভাইয়ের বেশ কিছু পপি বাগান ধ্বংস করে, এতে তারা ক্ষিপ্ত হয় এলাকার পাড়া প্রধান (কারবারী) ও পাড়াবাসীর উপর। তাদের ধারনা পাড়া কারবারী বা পাড়াবাসীরাই নিষিদ্ধ পপি ক্ষেতের খবর দিয়েছে র‌্যাবকে। তাদের ভয়ে কারবারী পাড়া ছেড়ে পালিয়ে ছিল অনেকদিন। এঘটনার পর থেকে এ দুই ভাইয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠে পাড়াবাসী।
এদিকে (৩০ জুলাই) মঙ্গলবার দুপুরে পাড়ার একটি অনুষ্ঠানে এ দুই ভাই একজন ব্যক্তির সাথে তু”ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া বিবাদে লিপ্ত হলে পাড়াবাসীরা ক্ষিপ্ত হয়ে গণধোলাই দিলে দুই ভাই সেখানেই মৃত্যুবরণ করে।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930