রাঙ্গামাটি :: নারীদের ঘরে বসে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বদ্ধ পরিকর—দীপংকর তালুকদার এমপি

॥ নিজস্ব প্রতিবেদক ॥ নারীদের ঘরে বসে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার বদ্ধ পরিকর বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, সরকারের ভিশন হচ্ছে দেশের প্রতিটি জনপদে কোন নারীকে অবহেলায় থাকতে দেওয়া হবে না। তারাও নিজেদের পায়ে দাঁড়াতে পারে সেজন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন।
সোমবার (১৩ জুলাই) সকালে রাঙ্গামাটি শহীদ আব্দুল আলি একাডেমী মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ উদ্যোগে রাঙ্গামাটির বিভিন্ন স্কুল, প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন ও নারীদের কর্মমুখী করে তুলতে সেলাই মেশিন, বাদ্যযন্ত্র ও নগদ অর্থ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি এসব কথা বলেন।
এসময় রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, শহীদ আব্দুল আলী একাডেমীর প্রধান শিক্ষক নজরুল ইসলাম চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শাওয়াল উদ্দিনসহ স্কুলের শিক্ষকরা উপস্থিতি ছিলেন।
খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি বলেন, সারাদেশের ন্যায় বর্তমান সরকারের ভিশনের আলোকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সমাজের অবহেলিত এসব নারীকে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হচ্ছে। মুলত তাঁরা সেলাই মেশিনের মাধ্যমে পরিবারের আয়বর্ধন যাতে করতে পারে সেই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে দেশের নারী সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নারীর ক্ষমতায়নের সাথে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা, অর্থনীতিতে অংশগ্রহণ ইত্যাদি ঘনিষ্ঠভাবে সর্ম্পক রয়েছে। আর দেশের অর্থনীতির ভিতকে মজবুত করতে হলে পুরুষের পাশাপাশি নারীদেরও কর্মমুখী হতে হবে। তাই দেশকে এগিয়ে নিয়ে যেতে দেশের নারী সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
মহিলাদের জন্য ৩০টি সেলাই মেশিন, ৪ টি স্কুলকে ড্রামসেট, ৩টি ক্রীড়া সংগঠনকে ক্রিকেট সরঞ্জাম ও একটি সংগঠনকে মৃত্যু ফান্ডের জন নগদ ১ লক্ষ টাকা বিতরণ করেছে।

॥রাঙ্গামাটিতে দৈনিক গিরিদপর্ণ সম্পাদক মরহুম এ কে এম মকছুদ আহমেদের স্মরণসভা ও ইফতার মাহফিল পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার পথিকৃৎ প্রয়াত একেএম মকছুদ আহমেদকে রাষ্ট্রীয় সম্মাননায় ভুষিত করার দাবি

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31