
॥ নিজস্ব প্রতিবেদক ॥ প্রাকৃতিক দূর্যোগ ঠকাতে ও পাহাড়ের সবুজ নবায়ন করতে বৃক্ষরোপনে সকালে আরো বেশি উদযোগী হতে তিন জেলা পরিষদকে নির্দেশনা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর। গতকাল পাহাড়ের অনবাদী জমি গুলোতে বৃক্ষের চারা রোপনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অফিস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে তিন পার্বত্য জেলায় ৬ লক্ষ গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচির একযোগে উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরার সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মেসবাহুল ইসলাম সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি প্রান্তে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মঈন উদ্দিন, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর সহ রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাঙ্গামাটি কলেজ প্রাঙ্গনে প্রায় দুই হাজার বিভিন্ন প্রজাতির চারা লাগলো কর্যক্রমের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
আমাদের বান্দরবান সংবাদদাতা জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বান্দরবানে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বান্দরবানে প্রান্তিক কৃষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে চারা বিতরণ করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) সকালে বান্দরবান পার্র্বত্য জেলা পরিষদের হলরুমে ভার্চুয়াল সভার মাধ্যমে এই চারা বিতরণের উদ্বোধন করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ৩ পার্বত্য জেলায় প্রান্তিক কৃষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ৭লক্ষ ২৫ হাজার চারা বিতরণ করা হবে এবং চারা রোপনের মাধ্যমে পরিবেশের ভারসাম্যের অনেকটাই উন্নয়ন হবে।
এসময় চারা বিতরণ অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, মুখ্য নির্বাহি কর্মকর্তা এটি এম কাউছার হোসেন, সদস্য ক্যসাপ্রু মারমা, সদস্য মোজাম্মেল হক বাহাদুরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রান্তিক কৃষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।