রাঙ্গামাটিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে স্বাস্থ্য বিভাগের অবহিত করণ সভা

॥ নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পইন এর আওতায় রাঙ্গামাটির ২ টি পৌরসভা এবং ১০ টি উপজেলার ৬ মাস হতে ৫৯ মাস বয়সী ৮০৯৮১ শিশুকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। করোনা মহামারীর কথা চিন্তা করে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ২ সপ্তাহ ব্যাপী এ কর্মসূচীর মাধ্যমে একটি শিশু ও যাতে বাদ না পরে তার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা।
গতকাল ২০ সেপ্টেম্বর রবিবার রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ে রাঙ্গামাটির কর্মকর্তা সাংবাদিকদের অবহিত করণ সভায় রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা একথা বলেন।
সিভিল সার্জন জানান ক্যাম্পইন চলাকালীন সময় ৬ মাস থেকে ১১মাস বয়েসী ৮৯১৮ জন শিশুকে নীল রং এর এবং ৬ মাস হতে ৫৯ মাস বয়েসী ৭২০৬৩ জন শিশুকে ১ টি করে লাল রং এর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয় এ ক্যাম্পেইন এ জেলার ৫০ টি ইউনিয়ন ও ১৫৯ টি ওয়ার্ডের ১৩১৫ টি স্থায়ী কেন্দ্রের মাধ্যমে শিশুদের এসব ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এই কাজের জন্য রাঙ্গামাটি জেলার বিভিন্ন পাড়া কেন্দ্র সহ ২২০১ জন স্বেচ্ছাসেবী, মাঠকর্মী ৪২৯ জন এবং ২৪১ জন তদারককারী নিযুক্ত থাকবেন।
সিভিল সার্জন জানান করোনা মহামারী মোকাবেলায় রাঙ্গামাটি জেলার প্রতিটি কেন্দ্রে স্বেচ্ছসেবী কর্মীরা সকল স্বাস্থ্য বিধি মেনে শিশুদেরকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর সকল ট্রেনিং দেয়া হয়েছে। এছাড়া রাঙ্গামাটির কয়েকটি প্রত্যন্ত দূর্গম এলাকার কথা মাথায় রেখে যাতে এ সব এলাকার কোন শিশু কর্মসূচী থেকে বাদ না যায় সে লক্ষ্যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ভিটামিন এ প্লাস ক্যাম্পইন এর সুষ্ঠু তদারকি নিশ্চিত করার জন্য জেলা ও উপজেলা পর্যায়ে একাধিক মনিটিরং টিম কাজ করবে।
আগামী ২৬ সেপ্টেম্বও সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট ১হাজার ৩শত ১৫টি কেন্দ্রের মাধ্যমে রাঙ্গামাটির ১০ উপজেলা ও দুটি পৌরসভায় এই ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে।

পার্বত্য অঞ্চলের প্রখ্যাত সাংবাদিক মরহুম একেএম মকছুদ আহমেদের স্বরণে নাগরিক শোকসভা :  পার্বত্য অঞ্চলের সাংবাদিকতার জীবন্ত কিংবদন্তি প্রবীন সাংবাদিককে মরনোত্তর রাষ্ট্রীয় পদকে ভুষিত করার দাবী

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031