রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে উন্নয়ন কমিটির সভা : স্থানীয় সম্পদকে ব্যবহার উপযোগী করে  দেশের কল্যাণে কাজে লাগাতে হবে–অংসুইপ্রু চৌধুরী

॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে (এনেক্স ভবন) রবিবার (২৯ মে) সকালে জেলা উন্নয়ন কমিটির সভা রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এর চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সভাপতির বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক উন্নয়ন সভা রাঙ্গামাটি জেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে জেলার সকল বিভাগের সমন্বয়ে গঠিত একটি সর্বোচ্চ ফোরাম। জেলার উন্নয়নের অগ্রগতি পর্যালোচনা এবং অন্যান্য বিভাগের সাথে সমন্বয়ের বিষয়টি এ সভায় আলোচনা হয়। সুতরাং এ ফোরামের গুরুত্বের সাথে সামঞ্জস্য রেখে সভায় সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, স্থানীয় সম্পদকে ব্যবহার উপযোগী করে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। এক্ষেত্রে সকল বিভাগকে স্ব-স্ব অবস্থান থেকে সঠিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
রাঙ্গামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহা: আশরাফুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: মামুন, পরিষদের নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, রাঙ্গামাটি পৌরসভা কাউন্সিলর জুবাইতুন নাহার, সিভিল সার্জন প্রতিনিধি ডা: বিনোদ শেখর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ অহিদুর রহমান, টুরিস্ট পুলিশের এ এস আই এমদাদুল ইসলাম, রাঙ্গামাটি চেম্বার অফ কমার্স এর পরিচালক মোঃ হারুনুর রশিদ, বিভাগীয় বন কর্মকর্তা দক্ষিণ বন বিভাগ ছালেহ মোঃ শোয়াইব খান, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী অনুপম দে, বিতরণ বিভাগ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী মোঃ জালাল উদ্দীন, জেলা সমবায় অফিসার ইউসুফ হাসান চৌধুরী, বিআরডিবি উপ পরিচালক প্রমিতা তালুকদার, সোনালী ব্যাংক লিঃ এ জি এম সত্য প্রসাদ দেওয়ান, টিটিসি অধ্যক্ষ শ্যামন বড়ুয়া, ব্রাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মোঃ হাবিবুর রহমান, সহকারী পরিচালক জেলা পরিবার পরিকল্পনা ডাঃ বেবী ত্রিপুরা, জেলা সমবায় সহকারী পরিচালক মুহাম্মদ জালাল উদ্দিন চৌধুরী, প্রতিনিধি জেলা হেডম্যান এসোসিয়েশন থোয়াই অং মারমা, সহকারী বন সংরক্ষক মোঃ আনিসুল হক, ঝুম নিয়ন্ত্রণ সহকারী জেলা কর্মকর্তা মোঃ আবদুল মোতালেব, বিসিক উপ-সহকারী কর্মকর্তা মোঃ ইদ্রিস হোছাইন, জেলা সমাজসেবা সহকারী পরিচালক রূপনা চাকমা, আরপিটি আই ট্রেইনার বুলবুলী বড়ুয়া, এলজিইডি নির্বাহী প্রকৌশলী জুগাল কৃঞ্চ মন্ডল, ডিজিএম বিটিসিএল মোঃ তৌহিদ উল্লাহ, টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট সহকারী শিক্ষক মোঃ সাব্বির আলম, সড়ক ও জনপথ উপ-সহকারী প্রকৌশলী দীপন চাকমা, সরকারি কলেজের সহকারী অধ্যাপক উবাই মং মারমা, পিটি আই ইন্সট্রাক্টর শ্যামল বড়ুয়া, এসআরডিআই এর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা উপলয় চাকমা, বিএফডিসি এর ডিএম জহিরুল ইসলাম, বিপিডিবি প্রকল্প এর অজিত কুমার বিশ^াস, কৃষি প্রকৌশলী দেবাশীষ চাকমা, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুারো এর প্রতিনিধি শাকালিন চাকমা, রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের প্রভাষক রুপক খীসা, জেলা প্রাণিসম্পদের পক্ষ থেকে দীপল চাকমা, পোস্ট অফিস পরিদর্শক মোঃ মহিউদ্দিন, প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন, উপ-সহকারী উদ্যান কর্মকর্তা তাপস চাকমা, বাংলাদেশ মৎস্য গবেষণার বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ লিপন মিয়া, যুব উন্নয়ন উপপরিচালক মোঃ শাহজাহান, ফায়ার সার্ভিস সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিণয় চাকমা পর্যটন হলিডে কমপ্লেক্স ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া, এসআইডি-ইউএনডিপির ঐশ^র্য চাকমা, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড এর ম্যানেজার সুলগ্না চাকমা এবং গার্লস গাইড জেলা কমিশনার বীণা প্রভা চাকমা ।
সভায় উপস্থিত বিভাগীয় কর্মকর্তাগণ স্ব স্ব বিভাগের কার্যক্রম উপস্থাপন করেন।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930