কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের ১১ মাস পূর্ণ হলো আজ ২০ ফেব্রুয়ারি। কিন্তু তনুর ঘাতকরা আজও শনাক্ত কিংবা গ্রেফতার হয়নি। দিন যতই যাচ্ছে ন্যায়বিচার পাওয়া নিয়ে তনুর পরিবারে হতাশা ততই বাড়ছে। এদিকে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের আবেদন জানাতে প্রধানমন্ত্রী ও সেনা বাহিনীর প্রধানের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন তনুর মা আনোয়ারা বেগম।
জানা যায়, কুমিল্লা সেনানিবাসের একটি জঙ্গল থেকে গত বছরের ২০ মার্চ রাতে কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর লাশ উদ্ধার করা হয়। পরদিন তার বাবা ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।
থানা পুলিশ ও জেলা ডিবির পর গত বছরের ১ এপ্রিল থেকে মামলাটি তদন্তের দায়িত্ব পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি-কুমিল্লা। কিন্তু দীর্ঘ ১১ মাসেও তনু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত কিংবা গ্রেফতার করতে পারেনি আইন-প্রয়োগকারী সংস্থাগুলো। এতে এ মামলার বিচার পাওয়া নিয়ে তনুর পরিবার, মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন মহল সংশয় প্রকাশ করেছে।
তবে সিআইডির একটি সূত্র জানায়, সিআইডি’র শীর্ষ কর্মকর্তারা বৈঠক হয়েছে এবং বৈঠকে মামলার অগ্রগতি ও তদন্তের কৌশল নির্ধারণ করে কিছু সিদ্ধান্ত হয়েছে।
তনুর মা আনোয়ারা বেগম বলেন, সিআইডি কর্মকর্তারা গত ৩০ জানুয়ারি এসেছিলেন। ওইদিন তারা আমাদেরকে তনুর লাশ যেখানে পড়েছিল সেখানে নিয়ে যান এবং আমাদের সঙ্গে কথা বলেন। এরপর তারা আমাদেরকে তনু হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দেন। কিন্তু তদন্তের কোনো অগ্রগতি দেখছি না এবং এ যাবত তারা আসামিও শনাক্ত করতে পারেনি। আমরা বিচার পাওয়া নিয়ে এখন হতাশার মধ্যে আছি। তাই মেয়ে (তনু) হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার পাওয়ার জন্য মনের আকুতি জানাতে মাননীয় প্রধানমন্ত্রী এবং সেনাবাহিনী প্রধানের সঙ্গে দেখা করতে চাই।