বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, ইতোমধ্যে কাজ দিয়েই হলিউডে পা রেখেছেন। ২০১৩ সালে বাবাকে হারান এ অভিনেত্রী। বাবার প্রতি সব সময়ই নিজের ভালোবাসা প্রকাশ করে এসেছেন তিনি।
গত ১৮ ফেব্রুয়ারি ছিল এ অভিনেত্রীর বাবা-মায়ের বিবাহবার্ষিকী। বিশেষ এই দিনটিতে বাবাকে স্মরণ করে একটি আবেগঘন স্ট্যাটাস দেন প্রিয়াঙ্কা।
ইনস্টাগ্রামে বাবা-মায়ের বিয়ের একটি ছবি পোস্ট করে তার শিরোনামে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘মা এবং বাবা বিবাহবার্ষিকীর শুভেচ্ছা। কোনো কিছুই বাবার শূন্যতা পূরণ করতে পারবে না। কিন্তু কিছু অসাধারণ স্মৃতি আমরা কখনই ভুলতে পারব না। আমি তোমাকে ভালোবাসি মা।
উল্লেখ্য, প্রিয়াঙ্কার বাবা অশোক চোপড়া ভারতীয় সেনাবাহিনীর একজন চিকিৎসক হিসেবে দীর্ঘজীবন কাজ করেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৩ সালের ১০ জুন মুম্বাইয়ে মৃত্যুবরণ করেন তিনি।