॥ পানছড়ি প্রতিনিধি ॥ খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউপির হারুবিল এলাকায় দুর্বৃত্তের ছুড়া গুলিতে ২ নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নির্মিত সীমান্ত সড়কে কাজ শেষ করে ফেরার পথে হারুবিল এলাকায় সন্ত্রাসীদের ছুড়া গুলিতে আহত হন তারা।
গুলিবিদ্ধ দু’জন হলেন, পানছড়ি উপজেলার দমদম এলাকার আবুল হাশেমের ছেলে আব্দুল রশিদ (৩৭) এবং মধ্যনগর এলাকার মধু শাহ’র ছেলে আঙ্গুর মিয়া (৩৪)।এরা উভয়ই পানছড়ি উপজেলার বাসিন্দা।
ঘটনার খবর পেয়ে লোগাং বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয়রা জানান, পানছড়ির ঘিলাতলী আর্মি ক্যাম্প থেকে প্রায় ৩ কিলোমিটার ভিতরে নির্মিত সীমান্ত সড়কে কাজ করতে যান গুলিবিদ্ধ শ্রমিকরা। কাজ শেষ করে প্রতিদিনের ন্যায় ৩ শ্রমিক বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে হারুবিল এলাকায় পৌঁছলে তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে অজ্ঞাত সন্ত্রাসীরা। এতে পিছনে থাকা শ্রমিক গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়েন। এসময় অপর শ্রমিক মাথায় গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেল নিয়ে পড়ে যান। তাৎক্ষণিক খবর পেয়ে লোগাং বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর আগে বিকেলে একই ইউনিয়নের দুদকছড়া এলাকায় নির্বাচনী প্রচারণায় গেলে বাংলাদেশ তৃণমূল বিএনপির প্রার্থী উশেপ্রু মারমা এবং তার কর্মী সমর্থকদের উপরও হামলা করে অজ্ঞাত সশস্ত্র সন্ত্রাসীরা।
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডাক্তার রিপেল বাপ্পী চাকমা বলেন, গুলিবিদ্ধ দুজনের মধ্যে একজনের হাতে এবং অপরজনের পিঠে গুলিবিদ্ধ হয়েছে। তাদের উভয়ের গুলিই ভিতরে রয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে দুর্বৃত্তদের গুলিতে আহতদের দেখতে স্থানীয়রা হাসপাতালে ছুটে আসে এবং ব্যাপক উত্তেজনা দেখা যায়। থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আজম বলেন, গুলিবিদ্ধ ২জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সেটা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আহতদের পক্ষ থেকে এ বিষয়ে কোন অভিযোগ পেলে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করবো।