॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটি জেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুন) সকাল ১০টায় রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জোবাইদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মো: মারুফ আহমেদ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী মো: কামাল উদ্দিন, প্রেস ক্লাব সভাপতি মো: সাখাওয়াৎ হোসেন রুবেল, এডভোকেট মামুনুর রশীদ, জেলা পরিষদের সাবেক সদস্য মো: মনিরুজ্জামান মহসিন রানা, পৌরসভার কাউন্সিলর পুলক দে প্রমুখ।
সভার শুরুতে বিগত মাসের-আইনৃঙ্খলা কমিটির মাসিক সভা নিয়ে পর্যালোচনাসহ উন্মুক্ত আলোচনা করা হয়।
সভায় পবিত্র ঈদ উল আযহা সরকারী নির্দেশনা অনুযায়ী উদযাপনের পাশাপাশি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের প্রতি আহবান জানানো হয়।