॥ নিজস্ব প্রতিবেদক ॥ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে রাঙ্গামাটির নান্দনিক পর্যটন কেন্দ্র সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করতে ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপরে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি এই নিদের্শনা প্রদান করেন।
রাঙ্গামাটি জেলা প্রশাসক বলেন, খাগড়াছড়ি ও রাঙ্গামাটির অনাকাঙ্খিত পরিস্থিতিতে রাঙ্গামাটির সাজেকে প্রায় ১৫শ পর্যটক আটকা পড়ে। তাদের নিরাপদে ফিরিয়ে আনতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে। তাই পরিস্থিতি বিবেচনায় সাজেকে পর্যটক ভ্রমনে নিরুৎসাহিত করতে আগামী ৩ দিন সকল প্রকার পর্যটকদের না যাওয়ার জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির সভায় রাঙ্গামাটি পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেনে, জেলা সিভিল সার্জন ডাঃ নুয়েন খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোতাছেম বিল্যাহ, রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী পরিচালক সবুজ চাকমা সহ অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
রাঙ্গামাটি পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেনে বলেন, সংঘাত সৃষ্টিকারী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। আমাদের কাছে অনেক তথ্য, ভিডিও ও ছবি এসেছে আমরা এগুলো নিয়ে কাজ করছি। আপনাদের কাছে যদি কোন তথ্য থাকে ছবি বা ভিডিও থাকে তাহলে সঠিক প্রমান দিয়ে তথ্য দিবেন। আমরা কাউকে ছাড় দেবোনা। তিনি বলেন, রাঙ্গামাটিতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলতে চাই। মাদক কার্বারী ও সেবনকারী যে দলেরই হোকনা কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, আমরা তথ্য প্রযুক্তির ব্যবহার করে আইন শৃঙ্খলা নিশ্চিত করতে কাজ করছে।
সভায় নেতৃবৃন্দ বলেন, রাঙ্গামাটি আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকল সম্প্রদায়কে নিয়ে কমিটি গঠন করতে হবে। যারা জেলা প্রশাসক কার্যালয়ে এসে জি হুজুর করে রাস্তায় থাকে না তাদেরকে কমিটিতে না রাখার অনুরোধ জানান নেতৃবৃন্দরা।