॥ বান্দরবান প্রতিনিধি ॥ পবিত্র মাহে রমজানকে সামনে রেখে বান্দরবানে সয়াবিন তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। বেশির ভাগ দোকানে নেই সয়াবিন তেল। যে সকল দোকানে সয়াবিন তেল রয়েছে তাও পরিমানে কম। এতে করে সয়াবিন তেলের তীব্র সংকটে রোজার শুরুতেই বিপাকে পড়েছে ভোক্তারা। বান্দরবান বাজার ঘুরে কয়েকদিনের চিত্র ফুটে ওঠেছে এমনটাই।
বান্দরবান পৌর এলাকার বিভিন্ন দোকান ঘুরে দেখা যায়, কোন কোন দোকানে ১লিটার, ২লিটার সয়াবিন তেলের বোতল দেখা যাচ্ছে। আবার অনেক দোকানে নেই সয়াবিন তেল। বেশির ভাগ দোকানেই নেই ৫লিটারের বোতল। এদিকে সয়াবিন তেলের সংকটে অনেক ব্যবসায়ী ক্রেতাদের কাছ থেকে বেশি দামে বিক্রি করছে তেল।
পবিত্র রমজান শুরুর সময়ে বাজারে তীব্র তেলের সংকটের কারণে বিপাকে পড়েছে সাধারণ ক্রেতারা আর ব্যবসায়ীরা বলছে সরবরাহকারীরা (ডিলার) পর্যাপ্ত পরিমান সয়াবিন তেল বাজারে সরবরাহ করতে না পারায় সংকট চরম পর্যায়ে পৌঁচেছে।
ব্যবসায়ীদের অনেকে অভিযোগ করে জানান, বান্দরবানের সয়াবিন তেলের সরবরাহকারীদের (ডিলার) অনেকেই বান্দরবানে চড়া দামে বিভিন্ন মার্কেটে তেল সরবরাহ করছে। অনেকে তেলের সাথে অন্যান্য সামগ্রীসহ দোকানদের নিতে চাপ দিচ্ছে আর অনেক সয়াবিন তেলের সরবরাহকারী (ডিলার) বেশি লাভের আশায় বান্দরবান বাজারে তেল সরবরাহ না করে পাশ্ববর্তী এলাকা বাজালিয়া, কেরানীহাটসহ বিভিন্নস্থানে পাচার করছে আর তার কারণে বান্দরবানে তীব্র হয়েছে সয়াবিন তেলের সংকট।
বান্দরবান বাজারের পাইকারী ও খুচরা ব্যবসায়ী বিসমিল্লাহ স্টোরের স্বতাধিকারী মো.নাছির জানান, ডিলাররা আমাদের তেল না দিয়ে বেশি দামে সয়াবিন তেলের বোতল বান্দরবানের বাইরে বিক্রি করছে, আর এতে বান্দরবানে তেলের সংকট তীব্র আকার ধারন করেছে।
বান্দরবান বাজারের পাইকারী ও খুচরা ব্যবসায়ী আজমীর স্টোরের মালিক জমির উদ্দিন জানান, গত ১৫দিন ধরে আমার দোকানে কোন সয়াবিন তেল বিক্রি করতে পারিনি। ডিলাররা সরবরাহ না করায় আমরা সাধারণ ক্রেতাদের তেল বিক্রি করতে পারছি না। আমাদের কাছে সয়াবিন তেল না থাকার ক্রেতাদের কাছে বিক্রি করতে পারছি না।
বান্দরবান বাজারের পাইকারী ও খুচরা ব্যবসায়ী মমতাজ স্টোরের মালিক মমতাজ উদ্দিন জানান, আমার দোকানে ১ ও ২ লিটারে তেলের বোতল রয়েছে তবে ৫ লিটার তেলের বোতল নেই। ডিলাররা আমাদের তেল না দিয়ে বেশি দামে অন্যত্র সরিয়ে ফেলছে মনে হচ্ছে। তিনি আরো বলেন, ডিলারদের গুদামে অভিযান পরিচালনা করা হলে পর্যাপ্ত তেল পাওয়া যাবে, কিন্তু বাজারে তেল কৃত্রিম সংকট দেখাচ্ছে তারা।
বান্দরবান বাজারের পুষ্টি সয়াবিন তেলের সরবরাহকারী (ডিলার) সুজন দাশ জানান, আমাদের প্রতিদিনের চাহিদা ৫০০ লিটার কিন্তু চট্টগ্রাম থেকে আমাদের প্রতিদিন সরবরাহ করছে মাত্র ১০০লিটার আর আমরা সেই তেল বাজারে সরবরাহ করছি নিয়মিত।
এদিকে পবিত্র রমজানের শুরুতে বাজারে তেলের সংকটে চিন্তিত ব্যবসায়ী নেতৃবৃন্দরা, শীঘ্রই এই বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিবে বলে জানান তারা। বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো.আবু সালেহ চৌধুরী জানান, বাজারে তেলের সংকট শুনার পর আমরা এই বিষয়ে মনিটরিং করছি। কি কারণে সয়াবিন তেলের সংকট হয়েছে তা দেখা হচ্ছে।
এদিকে বাজারে তেলের সংকট মোকাবেলায় প্রশাসন কাজ করছে বলে জানিয়ে বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান, যারা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান শুরু হয়েছে এবং প্রতিটি দোকানের পাশাপাশি বিভিন্নস্থানে গুদামজাত করে রাখা তেলের গুদামেও এই অভিযান পরিচালিত হবে। বান্দরবানের জেলা প্রশাসক আরো জানান, বাজারের তেলের সংকট নেই, কৃত্রিম সংকট করা হচ্ছে আর এই সংকট শীঘ্রই কেটে যাবে। বান্দরবান থেকে কোন তেল যাতে বেশি দামে আশেপাশের অন্যান্য জেলা-উপজেলায় যেতে না পারে সেজন্য পুলিশের চেক পোষ্টগুলোর নজরদারি আরো বৃদ্ধি করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।