॥ নিজস্ব প্রতিবেদক ॥ পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ মরহুম আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদকে নিয়ে রচিত জীবনীগ্রন্থ অগ্রণী ব্যাংক পিএলসি রাঙ্গামাটি শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঃ আব্দুল মোমেন ভূঁইয়ার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন দৈনিক গিরিদর্পণের সম্পাদক ও প্রকাশক মনজু রানী গুর্খা।
রবিবার (২৮ এপ্রিল) সকালে রাঙ্গামাটির পুরাতন কোর্ট বিল্ডিং এলাকায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসি, রাঙ্গামাটি শাখায় এক সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। দৈনিক গিরিদর্পণ-এর সম্পাদক ও প্রকাশক মনজু রানী গুর্খা অগ্রণী ব্যাংক পিএলসি রাঙ্গামাটি শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঃ আব্দুল মোমেন ভূঁইয়ার হাতে মরহুম আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদকে নিয়ে রচিত তার জীবনীগ্রন্থ আনুষ্ঠানিকভাবে তুলে দেন।
সাক্ষাৎকালে দৈনিক গিরিদর্পণ পরিবারের সদস্যবৃন্দ এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় মরহুম এ কে এম মকছুদ আহমেদের সাংবাদিকতা ক্ষেত্রে অবদান এবং পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে তার ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
সাক্ষাৎ অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং উভয় প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।