॥ খাগড়াচড়ি প্রতিনিধি ॥ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (৯ জুলাই) দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠান আয়োজনে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণকালে পরিষদের কর্মকর্তা ও অন্যান্য সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ ও খাগড়াছড়ির গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার (৮ জুলাই) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলিমা বেগম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে শেফালিকা ত্রিপুরাকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, “খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এর ধারা ১৪ অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরাকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।” এর এক দিন আগেই, সোমবার (৭ জুলাই) পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে তাকে পরিষদের সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয় মন্ত্রণালয়। তার অনুপস্থিতিতে শেফালিকা ত্রিপুরা অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান।
এর আগের দিন, সোমবার জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দেয় মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের জারি করা আলাদা এক প্রজ্ঞাপনে বলা হয়, জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে পরিষদের ১৪ জন সদস্যকে অবমূল্যায়ন, খারাপ আচরণ, হস্তান্তরিত বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসদাচরণ, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, শিক্ষক বদলিতে অনিয়ম, ঠিকাদারদের বিল আটকে রেখে ঘুষ গ্রহণ এবং নানা ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে। এই ঘটনায় একটি তদন্ত প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৭ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান এবং আরও ১৪ জনকে সদস্য করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হয়। এরপর ১০ নভেম্বর তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।