॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৫’ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণসহ ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নবনির্মিত বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের রুহের মাগফেরাত ও পঙ্গুত্ববরণকারীদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে জুলাই সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, জুলাই আন্দোলনের সূত্রপাত ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলনের মাধ্যমে শুরু হলেও ছাত্র-জনতা সর্বস্তরের মানুষের আন্দোলনের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে, অমানবিক নির্যাতন সহ্যের মাধ্যমে আমরা ফ্যাসিজম থেকে মুক্তি পেয়েছি। জুলাই আন্দোলন নানামাত্রিক চাহিদার প্রেক্ষিতে ঘটেছে। আমরা সবার জন্য জুলাইকে প্রাসঙ্গিক রাখবো। এ আন্দোলনের চেতনা, প্রয়াস ও আকাঙ্খাকে বাঁচিয়ে রাখবো এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনে নিজেদের অবস্থান থেকে কাজ করবো। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্র বন্ধুরা তোমরা পড়ালেখা ও আউটরিচ প্রোগ্রাম করে নিজেদেরেকে যোগ্য করে গড়ে তুলো। আমরা এ বিশ্ববিদ্যালয়ে কোনো সেশনজট রাখবো না। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরো উন্নত করার জন্য শিক্ষার্থীদের দাবি-দাওয়া এবং চাহিদা দ্রুততম সময়ে সমাধান করার আশ্বাস প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে ফ্যাসিজমের উদ্ভবের ইতিহাস ও এর করুণ পরিণতির ইতিবৃত্ত তুলে ধরে এ শক্তির পুনরুত্থান যেন আর কখনো না হয় তার জন্য সকলকে সজাগ থাকতে বলেন এবং এ লক্ষ্যে সাংস্কৃতিক ধারা গড়ে তোলার আহবান জানান। এ বিজয়কে ধরে রাখার নিমিত্তে ব্যক্তি স্বার্থের উর্ধ্বে উঠে সামষ্টিক স্বার্থ তথা রাষ্ট্রের কাছে দায়বদ্ধ থেকে নিজের স্ব-স্ব দায়িত্বে দায়িত্বশীল আচরণের উপর গুরুত্ব আরোপ করেন।
এ আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহম্মদ রহিম উদ্দিন, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. নিখিল চাকমা, পরিকল্পনা ও উন্নয়ন ওয়ার্কস দপ্তরের পরিচালক (ভা.) ও বিশ্ববিদ্যালয়ের স্থাপন প্রকল্পের (২য় সংশোধিত) প্রকল্প পরিচালক (ভা.) জনাব আবদুল গফুর এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে সিএসই বিভাগের ৭ম ব্যাচের ছাত্র এম আখতারুজ্জামান অপু ও ম্যানেজমেন্ট বিভাগের ৫ম ব্যাচের ছাত্র আবদুল সাত্তার। জুলাই সঙ্গীত পরিবেশন করেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মোঃ গিয়াস উদ্দিন।
এছাড়াও একাডেমিক ভবন-১ এর ১০০২ নং কক্ষে জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে উক্ত বিষয়ের উপর শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাননীয় ভাইস-চ্যান্সেলর চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং উপস্থিত শিশুদেরকে চিত্রাংকনসহ শিল্পের অন্যান্য মাধ্যমগুলোতে সম্পৃক্ত হতে উৎসাহিত করেন। চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অঙ্কিত জুলাই গণ-অভ্যুত্থান সর্ম্পকিত চিত্রসমূহ মূল্যায়ন করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।