॥ মোহাম্মদ আবু তৈয়ব, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ি উপজেলা বাজারের ইউসুফ ডিলারের দোকানের সামনে থেকে বিক্রয়কালে ক্রেতা-বিক্রীতাকে আটক করে পানছড়ি থানা পুলিশ। গত শনিবার রাত সাড়ের আটার দিকে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হল, তালুকদার পাড়ার তুফান বুড়ুয়ার মেয়ে গাঁজা বিক্রেতা কমলা বড়ুয়া (৪০) ও মোল্লা পাড়ার আঃ আজিজের ছেলে গাঁজা ক্রেতা মোঃ আরফাত হোসেন।
পানছড়ি থানা সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ির পানছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে এস আই মাইন উদ্দিন ও এস আই সমর বুড়য়াসহ সংগীয় ফোর্স নিয়ে পানছড়ি বাজারের ইউসুফ ডিলারে দোকানের সামনে থেকে তাদের ক্রয়-বিক্রয়কালে আটক করেছে। এই সময় তাদের কাছ থেকে আধা কেজি গাজা উদ্ধার করা হয়। পানছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান গাঁজাসহ আটকের বিষয়টি নিশ্চিত করেন।