বীরমুক্তিযোদ্ধা মো: শফিকুল ইসলাম (৬৮) ১৩ আগষ্ট ২০১৮ ইং সকাল ৭.৩০মি: সময় ঢাকা বাডেম হাসপাতালে হৃদরোগজনিত রোগে মৃত্যু বরণ করেছেন ইন্না........রাজিউন। ১৩ আগষ্ট সোমবার বাদ মাগরিব নামজে জানাযা শেষে নিজ গ্রাম পদুয়াস্থ আহমদুল্লা মুন্সির বাড়ীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর স্ত্রী, ২ কন্যা সন্তানসহ অসংখ্য আতী¡য়স্বজন রেখেযান। দাফনের পূর্বে তাঁকে রাষ্টিয় মর্যাদায় পুলিশের একটি চৌকষ দল রাষ্টিয় সম্মান প্রদান করেন। তখন উপস্থিত ছিলেন থানা নির্বাহী কর্মকর্তা সাইফুল কবির, শিক্ষা অফিসার হুমায়ূন কবির খান, থানা পুলিশ কর্মকর্তা আনোয়ার, তাঁর মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মুশাররফ হোসেন এম.পি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির চৌধুরী, মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার সাহাব উদ্দিন, উপজেলা কমন্ডার কবির আহাম্মদ, ডিফুটি কমন্ডার এম এ হাশেম, বাংলাদেশ যাত্রী কল্যান ফাউন্ডেশনের সভাপতি কলামিষ্ট মাহমুদুল হক আনসারী, নুসরাত চৌধুরী স্মৃতি পরিষদের সভাপতি সরওয়ার হোসেন চৌধুরী, বাংলাদেশ আওয়ামী পর্যটন লীগের জেলা আহবায়ক, সামশুল করিম লাভলু, মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের জেলা সভাপতি মো: মুছা খান প্রমুখ নেতৃবৃন্দ প্রয়াত এ মুক্তিযোদ্ধার প্রতি গভীরভাবে শ্রদ্ধা জ্ঞাপন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মহান আল্লাহর দরবারে তাঁর বিদেহী আত্মার শান্তি কমনা করেন।