১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে নগরীর চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে রোগীদের বসার সুবিধার্থে চট্টগ্রাম-৯ আসনের মাননীয় সাংসদ জিয়াউদ্দিন আহমেদ বাবলু এম.পি’র ব্যক্তিগত পক্ষ থেকে
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: অসীম কুমার নাথ এর নিকট কাউন্সিলর জহর লাল হাজারী ও এম.পির ব্যক্তিগত সহকারী রানা মহাজনের মাধ্যমে দুই শতাধিক চেয়ার প্রদান করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: ধীনেশ কান্তি শীল, জাতীয় পার্টি নেতা মেজবাহ উদ্দিন আকবর, মুক্তিযোদ্ধা আহমেদ হোসেন, শিক্ষক মনোতোষ মুহুরী, যুবলীগ নেতা ইকবাল আহমেদ ইমু, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোরশেদ আলম, আরিফ মোহাম্মদ মঞ্জু, সঞ্জীবন সরকার মান্না সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জেনারেল হাসপাতালের রোগীদের কল্যাণার্থে এম.পি’র সর্বাত্মক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।