॥ লিটন ভট্টাচার্য্য রানা, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়িতে আনন্দ র্যালি ও সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্দ্যেগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইন্টারন্যাশনাল এচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং গ্লোবাল হোপ কোয়ালিশন ফর আউটস্ট্যান্ডির লিডারশিপ সম্মাননা অর্জন করার এই কর্মসূচি পালন করে।
বুধবার (৩ অক্টোবর) সকালে শহরের কদমতলী এলাকা থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালির নেতৃত্ব দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নয় উপজেলার হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে মুক্তমঞ্চে এসে সমাবেশ করে। এতে আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা খাগড়াছড়ি আওয়ামীলীগ সিনিয়র সহ- সভাপতি রণ বিক্রম ত্রিপুুরা, বীর মুক্তিযোদ্ধা।
সমাবেশে বক্তারা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণে দেশ এগিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে আন্তর্জাতিকভাবে শেখ হাসিনাকে সম্মাননা প্রদান করা হয়েছে। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য সবাইকে আহ্বান জানানো হয়। নেতারা আরো বলেন, এটি কুজেন্দ্র লালের পক্ষে একক ও প্রথম নির্বাচনী প্রচারনা যাত্রা।
আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে খাগড়াছড়ি আসনে নৌকা প্রতীক বিপুল ভোটে জয়ী হবে। দলের ভেতরে যারা উপদল তৈরী করে বিভ্রান্তি জড়ানোর চেষ্টা করছেন তাদের সর্তক করে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতারা।
বুধবার দুপুরে খাগড়াছড়ি মুক্তমঞ্চে স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামীলীগ সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরার পক্ষে নির্বাচনী জনসভায় জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ এসব কথা বলেন।
বিগত বিএনপি-জামায়াতের দুর্শাসনের কথা মনে করিয়ে দিয়ে পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে আওয়ামীলীগ সরকারকে পুন:রায় জয়ী করতে অনুরোধ জানান সভার বক্তারা। খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রণ বিক্রম ত্রিপুরার সভাপতিত্বে জনসভায় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য নুরুন্নবী চৌধুরী, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য এম এ জব্বার,এড্ আশুতোষ চাকমা, মংশেইপ্রু চৌধুরী অপু, পার্থ ত্রিপুরা জুয়েল, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমন্ডার মোঃ রহিচ উদ্দিন, মাটিরাঙ্গা পৌর মেয়র মোঃ শামসুল হক, সদর উপজেলা আওয়ামীলীগের চন্দন কুমার দে, মাঈন উদ্দিন,সুভাষ চাকমা,জয় নাথ দে,রতন শীল প্রমুখ।