চট্টগ্রাম ব্যুারো ঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটি চট্টগ্রাম বিভাগের উদ্যোগে, ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল ও মুনাজাত ৬ আগষ্ট ২০১৯ইং সোসাইটির বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এনামুল হক চৌধুরী (কমান্ডার) অনুষ্ঠান সঞ্চালনা করেন সোসাইটির সাধারণ সম্পাদক সাংবাদিক এম কে মোমিন (মুক্তিযোদ্ধার সন্তান)।
আলোচনা সভায় বঙ্গবন্ধু পরিবারের নিহত বঙ্গবন্ধুসহ সকল শহীদের প্রতি সমবেদনা জানানো হয়।
বক্তারা বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামের মানচিত্রটি হতো না বক্তারা আরও বলেন ১৯৭৫ এর ১৫ ই আগষ্ট জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে হত্যা করে দেশে মৌলবাদী শাসন কায়েম করছে,বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের মাঝে আলোর জ্যোতি হয়ে ফিরে এসে বাংলার মানুষের ভাগ্য বদল করেছে, কিন্ত বাংলাদেশ নিয়ে আজও ষড়যন্ত্র হচ্ছে আমাদের মুক্কিযোদ্ধের স্বপক্ষের শক্তিকে আরও সোচ্চার থাকতে হবে।
সোসাইটির প্রধান উপদেষ্ঠা চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরী, সোসাইটির চট্টগ্রামে বিভাগের সাবেক সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এস এম মুরতুজা হোসেন, সোসাইটির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত নুনউদ্দিন জমাদার,ডববল মুড়িং থানার সাবেক সভাপতি প্রয়াত মোঃ হানিফ মাইজভান্ডারী,বিভাগীয় কমিটির সাবেক সদস্য প্রয়াত মোঃ আবুল কাশেমসহ সোসাইটির সকল প্রয়াত সদস্যদের শ্রদ্ধা,স্বরণ এবং তাদের রুহের মাগফিরাত কামনা কনা হয়। আলোচনা সভা শেষে মিলাদ মাফিল ও মোনাজাত পরিচালনা করেন সোসাইটির সম্মানিত সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এনামুল হক চৌধুরী (কমান্ডার)
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সোসাইটির উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা অমল মিত্র, বক্তব্য রাখেন সোসাইটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল বশর, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, সহ সভাপতি মাকসুদ বীর মুক্তিযোদ্ধা, সোসাইটি উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শ্যামল মিত্র, সাংগঠনিক সম্পাদক কাজী মুরাদ মাইজভান্ডারী, সাংস্কৃতিক ও সাহিত্য বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস সোনিয়া, সহ-প্রচার সম্পাদক সাহিনুর বেগম, আইন বিষয়ক সম্পাদক-এড. কামরুন্নাহার বেগম, পাহাড়তলী থানা কমিটির সভাপতি গাজী নুরুল হক শাহ, সহ-সাংগঠনিক সম্পাদক এম এ আজিজ (লায়ন), দপ্তর সম্পাদক আহমদ নুর মেম্বার, সহ-দপ্তর সম্পাদক-কবির আহমদ, থানা কমিটির সহ-সভাপতি সিরাজ মিয়া, সোসাইটির থানা কমিটির সভাপতি আবদুল্লাহ আল মোমেন। আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ফরহাদ আমিন ফয়সাল, মো. আফজাল খাঁন, মো. হাসান প্রমুখ।