॥রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান॥ বান্দরবানের বোমাং সার্কেলের রাজা উচপ্রু চৌধুরীর সহধর্মিণী রাণী মা ওয়াং প্রু আর নেই। সূত্রে জানা যায়, রোববার রাত পৌনে ১২টার দিকে বার্ধক্যজনিত কারনে বান্দরবান জেলা শহরের নিজ বাস ভবনে রানী মা পরোলোক গমন করেন, মৃত্যুকালে রাণী মাতার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ১ ছেলে ও ১ মেয়ে রেখে যান। বান্দরবান বোমাং রাজার কার্যালয়ের প্রধান সহকারী অংজাইউ খেয়াং জানান, রাণীমাতার শেষকৃত্য অনুষ্ঠান আগামী ১৮ মে অনুষ্ঠিত হবে, সেই হিসাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে তার প্রয়ানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানসহ বিশিষ্টজনেরা গভীর শোক প্রকাশ করেছেন।