বাংলাদেশ মানবাধিকার কমিশন ইপিজেড শাখার উদ্যোগে বন্দর -ইপিজেড-পতেঙ্গা এলাকায় স্থায়ী সরকারি হাসপাতালের দাবিতে নারী নেত্রী শারমীন ফারুক সুলতানার সভাপতিত্বে এবং সংগঠনের সাঃসম্পাদক হাজী মোঃ নাছির উদ্দীনের সঞ্চালনায় বন্দরটিলা চত্বরে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকার ভূক্তভোগিরা। মানববন্ধনে প্রতিবাদী বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ন সম্পাদক মোঃ আজাদ হোসেন রাসেল,স্বাস্থ্য সম্পাদক খান মোঃ সাইফুল,সমাজ কল্যান সম্পাদক আলাউদ্দিন ফারুক,প্রচার সম্পাদক ইকবাল হোসেন সুমন,আইন সম্পাদক নাজিম উদ্দিন,সামাজিক প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন বেলাল ও সাইফুর রহমান রনি,৩৯ নং ওয়ার্ড শাখার সহ সভাপতি মোঃ শাহজাহান, যুগ্ন সম্পাদক ইফতেখার হোসেন জিসান,সদস্য রাসেল মাহমুদ, সালাউদ্দিন টিটু।এতে আরও উপস্থিত ছিলেন নারীনেত্রী নাসিমা আক্তার,বিলকিছ বেগম,ছাত্র প্রতিনিধি রাসেল গাজী, মা ও মনি কমিটির রবিউল হোসেন ,ফয়সাল বিন নাছির প্রমুখ। বক্তারা জোর দাবি করে বলেন, অত্র এলাকার দীর্ঘ দিনের প্রানের দাবী একটি পুনাঙ্গ সরকারি হাসপাতালের আর তা কোন সরকারই স্থায়ী ভাবে করেনি বার করার উদ্যোগ নেন নি। জনপ্রতিনিধিরা করবো-করছি আর দেখছি বলে বহু বছর পার করে একে অপরের দোষারুপ করেছেন। আজ বৈশ্বিক মহামারি চট্টগ্রামে কোন হাসপাতালেই রোগিদের ভর্তি না নিয়ে মৃত্যর মুখে ঠেলে দিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ ।করোনা ছাড়াও অন্যান্য রোগে আক্রান্ত ব্যাক্তিদের আজ কঠিন দূর্রাবস্থায় চিকিৎসা সেবার জন্য রাস্তায় রাস্তায় রোগে কাতরাচ্ছে।অতি শীঘ্রই লক্ষ লক্ষ পোশাক শ্রমিকের জন্য একটি ফিল্ড হাসপাতালের ও দাবী জানানো হয়।উক্ত মানববন্ধন হতে দেশের এ সংকট কালে করোনা যুদ্ধে অংশ নেওয়া সকল ডাক্তার নার্স,পুলিশ সহ বিভিন্ন সরকারি বেসরকারি, সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে হাসপাতালে দাবীতে আরও বৃহত কর্মসুচী ঘোষনা দিবে বলেও জানান বক্তারা।