॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটিতে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটি শহরের প্রধান ৩টি মসজিদ ছাড়াও এলাকা ভিত্তিক মসজিদগুলোতে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। প্রধান জামাত কালেক্টর জামে মসজিদ, তবলছড়ি কেন্দ্রীয় মসজিদ ও রিজার্ভ বাজার জামে মসজিদের অনুষ্ঠিত হয়।
শনিবার (১ আগষ্ট) সকাল সাড়ে ৭ টায় ও সাড়ে ৮ টায় দু’দফায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ-জাতির কল্যাণ ও করোনা মহামারি থেকে মুক্তি চেয়ে আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। করোনার কারণে নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলি থেকে বিরত থাকলেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এদিকে, ঈদ জামাতে যেন মুসল্লিদের কোন সমস্যা না হয় এর জন্য পৌরসভা ও ইসলামিক ফাউন্ডেশনকে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া ঈদের জামাতের জন্য নির্বাচিত স্থানে মুসল্লিদের অজু করার জন্য পানি ব্যবস্থা নিশ্চিত করতে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগকে দায়িত্ব দেয়া হয়েছে। ঈদের নামাযের পর পৌর কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত স্থানে যে যার এলাকায় মহান আল্লাহর সন্তুটি লাভের আশায় পশু কুরবানি দিতে ব্যস্ত হয়ে পড়েন।