রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার নেতৃত্বে নতুন নির্বাচন কমিশনের (ইসি) সদস্যরা। আজ সোমবার বিকাল সাড়ে ৩টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তারা সাক্ষাৎ করবেন। আর ২৩ ফেব্রুয়ারি পাঁচ সদস্যের কমিশন টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে যাবেন।
এদিকে, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আগে নতুন ইসি আজ সোমবার সদ্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের সুনামগঞ্জ-২ শূন্য আসনের উপ-নির্বাচনের তফসিলের বিষয়ে সিদ্ধান্ত নিবেন। একই দিনে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নিয়েও সিদ্ধান্তে পৌঁছবে কমিশন। ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহ সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, সোমবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে প্রথম বৈঠকে বসবে নির্বাচন কমিশন। এটিই হবে তাদের প্রথম কমিশন বৈঠক। এতে ওই দুই নির্বাচন ছাড়াও বেশকিছু ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও উপ-নির্বাচন নিয়েও আলোচনা হবে। সামনে এইচএসসি পরীক্ষা ও রমজান রয়েছে। বিষয়গুলো বিবেচনায় নিয়ে একটি সিদ্ধান্তে পৌঁছতে পারেন কমিশন। এক্ষেত্রে অবশ্যই পরীক্ষার ভেতরেই নির্বাচনের জন্য কোনো ফাঁক খুঁজে বের করা হবে।
ইসি সচিব বলেন, হয়তো চলতি মাসের শেষে ও অথবা আগামী মাসের শুরুতে কুমিল্লা সিটি নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। তবে সেটা একান্তই কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। তবে সোমবার সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনের তফসিল হতে পারে।
গত ৫ ফেব্রুয়ারি সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত মারা যাওয়ায় সুনামগঞ্জ-২ আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। আর কুমিল্লা সিটি করপোরেশনের মেয়াদ শেষ হয়েছে গত ৮ ফেব্রুয়ারি। তবে আইনি জটিলতা থাকায় সে নির্বাচন করতে পারেনি রকিব কমিশন। বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর এখন নির্বাচনটি সম্পন্ন করার কথা ভাবছে। তবে ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ওই সিটিতে সরকার সম্প্রতি প্রশাসক নিয়োগ করেছে।
আইন-শৃঙ্খলা বৈঠক : আগামী ৬ মার্চ ১৮টি উপজেলায় সাধারণ ও উপ-নির্বাচন রয়েছে। এই নির্বাচনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামী ২৮ ফেব্রুয়ারি বিভিন্ন বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে কমিশন। এই কমিশনের অধীনে এটাই হবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রথম বৈঠক। আর নিহত এমপি লিটনের শূন্য আসনের উপ-নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণে সিইসি নুরুল হুদা ও নির্বাচন কমিশনার কবিতা খানম গাইবান্ধার সুন্দরগঞ্জে যাবেন ১৪ মার্চ। আগামী ২২ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠন করেন
ইসলামিক স্টেটের হাত থেকে মসুলের নিয়ন্ত্রণ পুনর্দখলের লড়াইতে বড় ধরনের সাফল্য দাবি করেছে ইরাক।
লড়াইতে ভারি কামান এবং হেলিকপ্টার গানশিপ ব্যবহার করা হচ্ছে। তবে এর জবাবে ইসলামিক স্টেট গাড়ি বোমা, এবং একটি ক্ষেত্রে ড্রোন থেকে ফেলা বিস্ফোরক ব্যবহার করছে।
রবিবার ভোর হওয়ার কিছুক্ষণ পরেই এই অভিযান শুরু হয়। তারপরই ইরাকি বাহিনী খুব দ্রুত পশ্চিম মসুলের দক্ষিণাঞ্চলে কয়েকটি গ্রাম দখল করার উদ্দেশ্যে অগ্রসর হয়।
এই অভিযানে প্রাথমিকভাবে নেতৃত্ব দেয় কেন্দ্রীয় পুলিশ বাহিনী। কয়েকশ সাঁজোয়া গাড়ি নিয়ে তারা ওই গ্রামগুলোর দিকে অগ্রসর হতে থাকে। আকাশ থেকে এই অভিযানে তাদেরকে সহযোগিতা করে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনীর হেলিকপ্টার গানশিপ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ইরাকি সৈন্যরা কিছু কিছু প্রতিরোধের মুখেও পড়ছে। কিন্তু পশ্চিম মসুলের ঘনবসতিপূর্ণ এলাকার রাস্তায় ইরাকি বাহিনী যে ধরনের প্রতিরোধের মুখে পড়তে পারে বলে ধারণা করা হয়েছিলো, তার তুলনায় এটা কিছুই নয়।
এখন সরকারি বাহিনীর লক্ষ্য হচ্ছে, দক্ষিণ উপকণ্ঠে শহরের বিমানবন্দর দখল করা। তারপর ইসলামিক স্টেটের সবশেষ এই ঘাঁটির ওপর চালানো হবে সর্বাত্মক অভিযান।
ধারণা করা হচ্ছে, ওই এলাকায় এখনও সাড়ে সাত লাখের মতো বেসামরিক লোকজন আটকা পড়ে আছে।
ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি অভিযানের সময় এইসব লোকজনের প্রাণহানি এড়াতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্যে তার বাহিনীর প্রতি আহবান জানিয়েছেন।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের ১১ মাস পূর্ণ হলো আজ ২০ ফেব্রুয়ারি। কিন্তু তনুর ঘাতকরা আজও শনাক্ত কিংবা গ্রেফতার হয়নি। দিন যতই যাচ্ছে ন্যায়বিচার পাওয়া নিয়ে তনুর পরিবারে হতাশা ততই বাড়ছে। এদিকে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের আবেদন জানাতে প্রধানমন্ত্রী ও সেনা বাহিনীর প্রধানের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন তনুর মা আনোয়ারা বেগম।
জানা যায়, কুমিল্লা সেনানিবাসের একটি জঙ্গল থেকে গত বছরের ২০ মার্চ রাতে কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর লাশ উদ্ধার করা হয়। পরদিন তার বাবা ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।
থানা পুলিশ ও জেলা ডিবির পর গত বছরের ১ এপ্রিল থেকে মামলাটি তদন্তের দায়িত্ব পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি-কুমিল্লা। কিন্তু দীর্ঘ ১১ মাসেও তনু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত কিংবা গ্রেফতার করতে পারেনি আইন-প্রয়োগকারী সংস্থাগুলো। এতে এ মামলার বিচার পাওয়া নিয়ে তনুর পরিবার, মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন মহল সংশয় প্রকাশ করেছে।
তবে সিআইডির একটি সূত্র জানায়, সিআইডি’র শীর্ষ কর্মকর্তারা বৈঠক হয়েছে এবং বৈঠকে মামলার অগ্রগতি ও তদন্তের কৌশল নির্ধারণ করে কিছু সিদ্ধান্ত হয়েছে।
তনুর মা আনোয়ারা বেগম বলেন, সিআইডি কর্মকর্তারা গত ৩০ জানুয়ারি এসেছিলেন। ওইদিন তারা আমাদেরকে তনুর লাশ যেখানে পড়েছিল সেখানে নিয়ে যান এবং আমাদের সঙ্গে কথা বলেন। এরপর তারা আমাদেরকে তনু হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দেন। কিন্তু তদন্তের কোনো অগ্রগতি দেখছি না এবং এ যাবত তারা আসামিও শনাক্ত করতে পারেনি। আমরা বিচার পাওয়া নিয়ে এখন হতাশার মধ্যে আছি। তাই মেয়ে (তনু) হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার পাওয়ার জন্য মনের আকুতি জানাতে মাননীয় প্রধানমন্ত্রী এবং সেনাবাহিনী প্রধানের সঙ্গে দেখা করতে চাই।
উত্তর কোরীয় নেতা কিম জং উনের ভাই হত্যা নিয়ে জল্পনা কল্পনা চলছে। এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার পুলিশ।
গত সপ্তাহে কুয়ালালামপুর বিমানবন্দরে তাকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। এবার হাতে আসলো সেই বিমানবন্দরের একটি সিসিটিভি ভিডিও।
তবে এখনো কর্তৃপক্ষ থেকে ভিডিও ব্যাপারে কিছু বলা হয়নি। জাপানের ফুজি টিভি ওই ভিডিও সম্প্রচার করার পর বার্তা সংস্থা রয়টার্স, চীনের সিসিটিভি, অস্ট্রেলিয়ার এবিসি নিউজসহ বিভিন্ন সংবাদমাধ্যম এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
ভিভিওটিতে দেখা যায়, বিমানবন্দরের লাউঞ্জে এক নারী পেছন থেকে এক ব্যক্তিকে মুখ পেঁচিয়ে ধরলেন। এক ব্যক্তি লুটিয়ে পড়লেন এবং ওই নারী দ্রুত হেঁটে বেরিয়ে গেলেন। কয়েকজন যাত্রীকেও এ সময় পেছন থেকে দৌড়ে যেতে দেখা যায় ভিডিওতে।
মালয়েশিয়ার পুলিশের ধারণা, গত সোমবার ন্যাম কুয়ালালামপুর বিমানবন্দরে ম্যাকাওয়ের ফ্লাইট ধরার অপেক্ষায় থাকার সময় তার মুখে শক্তিশালী কোনো বিষ স্প্রে করেন ওই নারী।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। রবিবার পাকিস্তান সুপার লিগে পেশওয়ার জালমির হয়ে ২৮ বলে ৫৪ রানের ইনিংস খেলার পর এ ঘোষণা দেন হার্ডহিটার ব্যাটসম্যান।
২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার সমাপ্তি ঘোষণার সময় তিনি বলেন, আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছে। আমি শুধু আমার ভক্তদের জন্য খেলে যাচ্ছি। আগামী দুইবছর হয়তো পিএসএল এ খেলবো। তবে আন্তর্জাতিক ক্রিকেট এখানেই শেষ। এই মুহূর্তে আমার ফাউন্ডেশনই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
কেনিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয় আফ্রিদির। তবে টেস্ট খেলেছেন মাত্র ২৭টি। রান ১১৭৬ ও উইকেট ৪৮। ৩৯৮ ওয়ানডেতে ১১৭ স্ট্রাইক রেটে তার রান ৮০৬৮। উইকেট ৩৯৫।
তবে টি-টোয়েন্টি বল হাতে দারুণ সফল বুম বুম আফ্রিদি। তার ঝুলিতে রয়েছে সর্বোচ্চ ম্যাচ (৯৮) ও সর্বোচ্চ উইকেট(৯৭) রেকর্ড।
এবার একসঙ্গে অভিনয় করছেন জাহিদ হাসান ও মৌসুমি হামিদ। বকেয়া মজিদ নামে নাটকে আরো অভিনয় করেছেন মম শিউলি ও সুজন হাবিবসহ আরো অনেকে।
সম্প্রতি এর শুটিং শেষ হয়েছে। একঘণ্টার নাটকটি লিখেছেন মোমিন স্বপন।
নাটকের গল্পে দেখা যাবে, গ্রামের টঙ দোকানদার বকেয়া মজিদ (জাহিদ হাসান) তার দোকানে কোনো মালামাল নেই। আছে শুধু একখান লাল মলাটের বাকির খাতা। তাই নিয়ে সারাদিন দোকানে বসে থাকে। আর হঠাৎই রাস্তা-ঘাটে পাওনাদারদের ধরে ধরে বিভিন্ন কৌশলে বাকি আদায়ের চেষ্টা করেন। আর নিয়ে ঘটে মজার মজার ঘটনা। ওই গ্রামের মেয়ে লতিকা বানু (মৌসুমী হামিদ) তাকে ভালোবাসবার চেষ্টা করে কিন্তু মজিদের স্বপ্ন বাকি না তুলে সে ভালোবাসা বা বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেবে না।
এ নাটকের পরিচালক তারেক মিয়াজী বলেন, ‘বকেয়া মজিদ নাটক সম্পর্কে বলতে গেলে অনেক কথাই হয়। অসাধারণ এক হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প ‘বকেয়া মজিদ’। আর সেই সাথে সাংবাদিক মোমিন স্বপনের রচনায় প্রতিটি দৃশ্য অনেক মজার হয়েছে। গ্রামগঞ্জের টঙ দোকানের ব্যবসা কেমন হয়, বাবা-মায়ের আনুগত্য একজন ছেলে কেমন হতে পারে তা বকেয়া মজিদ নাটকটি না দেখলে বুঝা যাবে না।’
এ ব্যাপারে সাংবাদিক ও নাট্যকার মোমিন স্বপন বলেন, ‘আমাদের এক ঘণ্টার নাটকের ক্রান্তিকালে গল্পনির্ভর ভালো একটা নাটক লিখতে পেরে ভালো লাগছে। আশা রাখি নাটকটি দর্শকরা দেখে আনন্দ পাবেন।’
নাটকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচারিত হবে।
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, ইতোমধ্যে কাজ দিয়েই হলিউডে পা রেখেছেন। ২০১৩ সালে বাবাকে হারান এ অভিনেত্রী। বাবার প্রতি সব সময়ই নিজের ভালোবাসা প্রকাশ করে এসেছেন তিনি।
গত ১৮ ফেব্রুয়ারি ছিল এ অভিনেত্রীর বাবা-মায়ের বিবাহবার্ষিকী। বিশেষ এই দিনটিতে বাবাকে স্মরণ করে একটি আবেগঘন স্ট্যাটাস দেন প্রিয়াঙ্কা।
ইনস্টাগ্রামে বাবা-মায়ের বিয়ের একটি ছবি পোস্ট করে তার শিরোনামে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘মা এবং বাবা বিবাহবার্ষিকীর শুভেচ্ছা। কোনো কিছুই বাবার শূন্যতা পূরণ করতে পারবে না। কিন্তু কিছু অসাধারণ স্মৃতি আমরা কখনই ভুলতে পারব না। আমি তোমাকে ভালোবাসি মা।
উল্লেখ্য, প্রিয়াঙ্কার বাবা অশোক চোপড়া ভারতীয় সেনাবাহিনীর একজন চিকিৎসক হিসেবে দীর্ঘজীবন কাজ করেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৩ সালের ১০ জুন মুম্বাইয়ে মৃত্যুবরণ করেন তিনি।
সর্বত্র নয়; তবে এক জায়গায় মোবাইল ও ঘড়ি ব্যবহার করতে পারবেন না শ্রদ্ধা কাপুর। তার উপর এমন নির্দেশই জারি করা হয়েছে। আর শ্রদ্ধাও বিনা প্রতিবাদে তা মেনে নিয়েছেন, টুঁ শব্দটি পর্যন্তও করেননি।
তা কোন জায়গায় মোবাইল ও ঘড়ি ব্যবহার করতে পারবেন না শ্রদ্ধা? জায়গাটি হল ‘হাসিনা’ ছবির সেট। এখানে ঢোকার পরই শ্রদ্ধাকে নিজের মোবাইল ও ঘড়িকে ত্যাগ করতে হয়।
তবে শুধু শ্রদ্ধা নন; সেটে ঢোকার পর সমস্ত অভিনেতা-অভিনেত্রী, এমনকি জুনিয়র আর্টিস্টদের উপরেও এই নির্দেশ জারি করা হয়। গাড়িতে বা মেক-আপ ভ্যানে সবাইকে মোবাইল রেখে আসতে হয়।
কিন্তু কেন? এর আগে শুটিংয়ের সময় মোবাইল নিয়ে অনেক সমস্যা তৈরি হয়েছে ওই সেটে। শিল্পীরা যখন শট দিচ্ছিলেন পকেট থেকে মাঝেমধ্যেই উঁকি মারছিল মোবাইল। কখনো মোবাইলের জায়গাটি এমনভাবে ফুটে উঠছিল ক্যামেরায়, নির্ভুল শট নেওয়া যাচ্ছিল না। তাই এই ব্যবস্থা।
‘হাসিনা’ ছবিটি সত্তর-আশি-নব্বই দশকের পটভূমিকায় তৈরি হচ্ছে। সেই সময়ের হিসেবে সেট নির্মাণ করা হয়েছে। জুনিয়র আর্টিস্টদের জন্য নকল ঘড়ি আনা হয়েছে, সেগুলো দেখতে ওই দশকগুলোর ঘড়ির মতো।
দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারকে নিয়ে তৈরি হচ্ছে হাসিনা ছবিটি। ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর।
২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।
সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৭ সালের একুশে পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে ভাষা-শিল্প-সাহিত্য, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে গৌরবময় অবদান ও কীর্তির স্বীকৃতিস্বরূপ ১৭ গুণী ব্যক্তির হাতে একুশে পদক ও সম্মাননাপত্র তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, যেসব গুণী ব্যক্তিত্ব এখনও আড়ালে আছেন, তাদেরকে খুঁজে বের করে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা হবে। দেশ-জাতির জন্য তাদের অবদানের স্বীকৃতি দিয়ে আমরা কৃতার্থ হবো।
একুশ মাথা উঁচু করে যেকোনো অন্যায়ের প্রতিবাদ করতে শেখায় বলে উল্লেখ করে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা সমুন্নত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম। অনুষ্ঠানে শিল্প-সাহিত্যসহ সমাজের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।