॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজারস্থ বাস স্টেশন এলাকায় ও নিউ রাঙ্গামাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পেছনের দোকানগুলোতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডে নয়টি দোকান সম্পূর্ন পুড়ে গেছে। বুধবার (৭ অক্টোবর) ভোররাতে এই অগ্œিকান্ডের দূর্ঘটনা ঘটে। বুধবার (৭ অক্টোবর) ভোররাতে এই ভয়াবহ অগ্নিকান্ডের দূর্ঘটনা ঘটে। এতে কোনগুলো সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও আইন-শৃঙ্খলাবাহিনীরসহ স্থানীয়দের সহায়তায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিড়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে নয়টি দোকানসহ আশেপাশের কয়েকটি দোকান ক্ষতিগ্রস্থ হয়। অগ্নিকান্ডে প্রায় ৪০ লক্ষ টাকার বেশী ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। স্থানীয়রা জানান, বুধবার ভোররাত চারটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। রাতের শেষ সময়ে সংগঠিত এই অগ্নিকান্ডের সময় আশেপাশের সকলেই ঘুমন্ত অবস্থায় ছিলো। এসময় দোকানের ভেতরে থাকা জ¦ালানি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরনে মুহুর্তের মধ্যেই আগুন চারিপাশে ছড়িয়ে পড়ে। এতে করে ঘটনাস্থলের একটি মুদি দোকান, মোবাইল রিচার্জের দোকান, সেলুন, লাইব্রেরী, টেইলার্স, হোমিও প্যাথিক, পানের দোকান, মোবাইল সার্ভিসিংয়ের দোকানসহ মোট নয়টি দোকান আগুনে সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদয়ন চাকমা জানান, একটি মুদি দোকানের ভেতরে মিটার সংযোগস্থলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে আসলেও দোকানগুলোর মধ্যে জ¦ালানী গ্যাস সিলিন্ডার মজুদ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে। ক্ষয়ক্ষতির ব্যাপারে সংশ্লিষ্ট ব্যবসায়িদের সাথে আলাপ করে নির্ধারণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, সেনাবাহিনীর সদস্যগণ, স্থানীয় স্থানীয় পৌর কাউন্সিলসহ স্থানীয় নেতৃবৃন্দরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটির বাঘাইছড়িতে সশস্ত্র সন্ত্রাসীদের দ্বারা ব্রাশফায়ারের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোন হতাহত না হলেও এলাকায় আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১১টার দিকে বাঘাইছড়ি মারিশ্যা ইউনিয়নের তুলবানে এই ব্রাশ ফায়ারের ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিক হতাহতের খবর পাওয়া যায়নি।
বাঘাইছড়ি থানার ওসি মোঃ আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলোর এলাকা নিজেদের আধিপত্য বিস্তারের লক্ষে এই হামলা হতে পারে বলে ধারণা করছে আইন শৃঙ্খলা বাহিনী।
ব্রাশফায়ারের পরে ঘটনাস্থলে পৌঁছে মারিশ্যা জোনের বিজিবির একটি টহল দল এলাকার নিয়ন্ত্রণ নেয়। এর আগেই বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে সশস্ত্র সন্ত্রাসীরা জঙ্গলে পালিয়ে যায়।
জানা গেছে, ব্রাশফায়ারের ঘটনা ঘটার পর থেকে তুলবান এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকার স্থানীয়রা আতঙ্কে মধ্যে রয়েছে। আবারো কোন বড় ধরনের ঘটনা ঘটবে কিনা এই নিয়ে চারদিকে আতংক বিরাজ করছে তাদের মনে।
জানা যায়, বাঘাইছড়িতে এর আগেও বেশ কয়েকবার এমন ব্রাশফায়ার ও গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয়রা বলছেন, পাহাড়ি যে চার স্থানীয় রাজনৈতিক সংগঠন আছে তাদের মধ্যে এলাকা আধিপত্যের লড়াইয়ে এমন ঘটনা ঘটছে। যার কারণে আতঙ্কেই দিন কাটছে স্থানীয়দের মাঝে।
এ ঘটনার বিষয়ে ওসি মোঃ আশরাফ উদ্দিন বলেন, ঘটনার পরপরই পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা নিয়ন্ত্রণে নিয়ে আসে। আর এতে করে পুরো এলাকায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে আছে।
ঝুলন দত্ত, কাপ্তাই( রাঙ্গামাটি)ঃ কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার বলেন, সন্ধ্যার পরে আইপিএলের নামে জুয়া ও ছিচকে চুরি করে বন্ধে পুলিশ কঠোর হবে, কাপ্তাই এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মাদকবিরোধী কমিটি হবে। মাদকের প্রতিটি আস্তানায় স্থানীয় জনগণ এবং পুলিশকে সাথে নিয়ে পাহারা বসানো হবে। প্রতিটি অপরাধের বেলায় মামলা যোগ্য হলে আমরা মামলা নিতে বিলম্ব করবো না।
তিনি মঙ্গলবার (৬ অক্টোবর) কাপ্তাই নতুন বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে কাপ্তাই থানা পুলিশের আয়োজনে ২ নং বিট পুলিশিং এর সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন, কাপ্তাই থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম কাপ্তাই ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক আতাউল হক চৌধুরী, কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী শামসুল ইসলাম আজমীর, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবেদীন।
সভায় উপস্থিত স্হানীয় জনপ্রতিনিধি, স্হানীয় জনগন, ব্যবসায়ী এবং গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্হিতিতে তাদের মতামত শুনা হয় এবং আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।
রাঙ্গামাটিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্ভোধন
নতুন প্রজন্মের শিশুদের দেশের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে
অভিভাবক ও শিক্ষকদের আরো বেশী মনোযোগী হতে হবে
—- এ,কে,এম মামুনুর রশিদ
॥ নিজস্ব প্রতিবেদক ॥ নতুন প্রজন্মের শিশুদের দেশের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের আরো বেশী মনোযোগী হওয়ার আহবান জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ। তিনি বলেন শিশুদেরকে লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় আরো বেশী মনোনিবেশ করানোর প্রতি মনোযোগী হতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান।
গতকাল ৫ অক্টোবর সোমবার রাঙ্গামাটি শিশু একাডেমী মিলনায়তনে রাঙ্গামাটিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্ভোধন করতে গিয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ এ কথা বলেন।
শিশুর সাথে শিশুর তরে বিশ্ব গড়ি নতুন করে এই প্রতিপাদ্যে বাংলাদেশ শিশু একাডেমি রাঙ্গামাটি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় এর আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ এর উদ্ভোধন অনুষ্ঠান ও আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনেয়ারা বেগম,জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, সাবেক জেলা পরিষদ সদস্য শহিদুজ্জামান মহসিন রানা, শিশু একাডেমির জেলা সংগঠক অর্চনা চাকমা,জেলা ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমা বক্তব্য রাখেন।
পরে রাঙ্গামাটি বিভিন্ন স্কুলের শিশু শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।
॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাজার পাড়া এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম জালাল উদ্দিন রিপন (২৮)।
আজ দুপুরে হঠাৎ করে একদল দূর্বৃত্ত রাজস্থলী বাজারে এসে অতর্কিত ভাবে গুলি করে চলে যায়। ঘটনার পর রিপনকে উদ্ধার করে রাজস্থলী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃতঃ বলে ঘোষণা করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহম্মেদ। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে টহল জোরদার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে হঠাৎ করে একদল দুবৃত্ত রাজস্থলী বাজারে এসে অতর্কিত ভাবে গুলি করে। এসময় বেশ কয়েকটি গুলি রাজস্থলী বাজারে মাছ ব্যবসায়ী রিপনের গায়ে লাগে। দুর্বৃত্তরা গুলি চালিয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল ত্যাগ করে। নিহত রিমন বাজার পাড়া এলাকার মৃত আইনুল হকের ২য় ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি রাজস্থলী থানা মফজল আহামদ বলেন, দুপুরের দিকে বাজারের পাশে হটাৎ গুলির শব্দ শোনা যায়। শব্দ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনা স্থলে ছুটে যায়। সাথে সাথে রিমনকে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় রিপনকে উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার থাকে মৃত ঘোষনা করেন। তিনি বলেন, ঘটনার পর রাজস্থলী উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
॥ নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর আওতায় রাঙ্গামাটিতে স্বাস্থ্য বিধি মেনে শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়ানো হচ্ছে। রাঙ্গামাটির ২টি পৌরসভা এবং ১০টি উপজেলার ৬ মাস হতে ৫৯ মাস বয়সী ৮০৯৮১ শিশুকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। রবিবার (৪ অক্টোবর) সকালে রাঙ্গামাটি সদর হাসপাতালে শিশুদের এ প্লাস ভিটামিন খাওয়ানোর কার্যক্রমের উদ্বোধন করেন, রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা। এসময় রাঙ্গামাটি পৌর কাউন্সিলর কালায়ন চাকমা, জেনারেল হাসপাতালের আবাসিক ডাক্তার, মোঃ শওকত আকবরসহ হাসপাতালের ডাক্তার ও অন্যান্য পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রায় ১০৬টি কেন্দ্রের মাধ্যমে ৯ হাজার শিশুকে এই ভিটামিন এ প্লাস খাওয়ানো হচ্ছে।
এবার রাঙ্গামাটিতে ক্যাম্পেইন চলাকালীন সময় ৬ মাস থেকে ১১মাস বয়েসী ৮৯১৮ জন শিশুকে নীল রং এর এবং ৬ মাস হতে ৫৯ মাস বয়েসী ৭২০৬৩ জন শিশুকে ১টি করে লাল রং এর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৪ অক্টোবর থেকে ২ সপ্তাহ ব্যাপী এ কর্মসূচীর মাধ্যমে রাঙ্গামাটি জেলায় একটি শিশুও যাতে বাদ না পরে তার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গামাটির সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা। সিভিল সার্জন আরো জানান, করোনা মহামারী মোকাবেলায় রাঙ্গামাটি জেলার প্রতিটি কেন্দ্রে স্বেচ্ছসেবী কর্মীরা সকল স্বাস্থ্য বিধি মেনে শিশুদেরকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ব্যাপারে সকল ধরনের ট্রেনিং দেয়া হয়েছে। এছাড়া রাঙ্গামাটির কয়েকটি প্রত্যন্ত দূর্গম এলাকার কথা মাথায় রেখে যাতে এ সব এলাকার কোন শিশু এই কর্মসূচী থেকে বাদ না যায় সে লক্ষ্যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর সুষ্ঠু তদারকি নিশ্চিত করার জন্য জেলা ও উপজেলা পর্যায়ে একাধিক মনিটিরং টিম কাজ করছে।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এ ক্যাম্পেইন এ জেলার ৫০টি ইউনিয়ন ও ১৫৯টি ওয়ার্ডের ১৩১৫ টি স্থায়ী কেন্দ্রের মাধ্যমে শিশুদের এসব ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এই কাজের জন্য রাঙ্গামাটি জেলার বিভিন্ন পাড়া কেন্দ্রসহ ২২০১ জন স্বেচ্ছাসেবী, মাঠকর্মী ৪২৯ জন এবং ২৪১ জন তদারককারী নিযুক্ত রয়েছেন।
বাঘাইছড়িতে ১৯৫ সালে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে
রাঙামাটির বাঘাইছড়িতে এবার একযোগে ১৯৫টি স্থানে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন চলছে। ৬ মাস হতে ১১ মাস বয়সীদের জন্য নীল এবং ১২ মাস হতে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
বাঘাইছড়ি উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা, লঞ্চ ঘাট, বাস স্ট্যান্ডসহ মোট-১৯৫টি স্থানে ৪ অক্টোবর/২০২০ হতে এই কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, স্বাস্হ্য সহকারী ও ভলেন্টিয়ার দ্বারা এই কার্যক্রম ০৪ ই অক্টোবর-হতে আগামী ১৭ ই অক্টোবর- ২০২০ পর্যন্ত চলবে।
॥ নিজস্ব প্রতিবেদক ॥ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা নির্দেশনায় দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের সমন্বয়ে ৮টি বিভাগীয় টিম গঠন করা হয়েছে।
আর এর মধ্যে চট্টগ্রাম বিভাগীয় টিমের মধ্যে সদস্য হিসেবে রয়েছেন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি, রাঙ্গামাটি সংসদ সদস্য ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য দীপংকর তালুকদার এমপি।
শনিবার (৩ অক্টোবর) আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবনে এক বৈঠকের আলোচ্য সূচি নিয়ে প্রেস বিফ্রিংয়ে এসব টিম অনুমোদনের তালিকা প্রকাশ করেন তিনি।
বিভাগ ভিত্তিক সাংগঠনিক সমস্যা সমূহ পর্যবেক্ষণের মাধ্যমে বিভাগীয় টিম তা সমাধান করবে। যার ফলে সাংগঠনিক কর্মকান্ডের গতিশীলতা আরো বৃদ্ধি পাবে। ৮টি বিভাগীয় টিমের মধ্যে রয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগ।
চট্টগ্রাম বিভাগীয় টিমে আরো যারা রয়েছেন, টিম সমন্বয়ক আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদ মাহবুব উল-আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
টিমে অন্যান্যদের মধ্যে রয়েছেন, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শখ ফজলুল করিম সেলিম এমপি, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি, নুরুল ইসলাম নাহিদ, অ্যাড. আব্দুল মতিন খসরু এমপি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. মো. আবদুস সবুর, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও সদস্য দীপংকর তালুকদার এমপি।
কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই ॥ রাঙ্গামাটি পার্বত্য জেলায় পাহাড়ে পাহড়ে এবছর জুম ধানের উৎপাদন খুব ভালো হয়েছে। পাহাড়ে, পাহাড়ের ঢালে, পাহাড়ী সমতল এলাকায় সর্বত্র জুম ধানের সোনালী ফসল শোভা পাচ্ছে। পাকা ধানের জুম ফসল দেখে কৃষকের মুখে হাসির ঝিলিক দেখা যাচ্ছে। সরেজমিন পরিদর্শনে রাঙ্গামাটি জেলার প্রায় প্রতিটি উপজেলা জুড়ে জুমের ব্যাপক ফলন দেখা গেছে। কাপ্তাই, বিলাইছড়ি, রাজস্থলী, জুরাছড়ি, লংগদু, নানিয়ারচর উপজেলাসহ সব উপজেলায়ই জুমের বাম্পার ফলনের একই চিত্র পরিলক্ষিত হয়েছে।
কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শামসুল আলম চৌধুরী জানান, গত ২/৩ বছর জুম ফলন ভালো হচ্ছে। তবে এ বছর ফলন আরো ভালো হয়েছে। অতি বৃষ্টি, অনাবৃষ্টি, খরা ইত্যাদি সমস্যা না থাকায় ফলন ভালো হয়েছে বলে তিনি মন্তব্য করেন। রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার জানান, জেলার সর্বত্র জুম ফসল ভালো হলেও মগবান ইউনিয়নে ফলন সব চেয়ে ভালো হয়েছে।
স্থানীয় কৃষক আলো চাকমা, কুসুম চাকমা ও জতির্ময় তনচংগ্যা জানান, জুম ফলন ভালো হওয়ায় সকল কৃষক পরিবারে খুশির ঢেউ লেগেছে। পাকা ধান কাটার জন্য কৃষক কিষাণী সবাই দল বেঁধে মাঠে যান এবং জমি থেকে ফসল কেটে ঝুড়ি ভরে হাসি মুখে বাড়ি ফেরেন। পারিবারিক প্রয়োজনীয় ধান রেখে বাকি জুমের ফসল বিক্রি করে সাংসারিক যাবতীয় খরচ মেটানো যাবে বলেও অনেক কৃষক মন্তব্য করেন। রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান জানান, জুম ফসল ভালো হওয়ায় সবাই খুশি। তবে বর্তমানে হঠাৎ করে অসময়ে বৃষ্টি বেড়ে গেছে। প্রায় প্রতিদিন ভারী বৃষ্টিপাত হচ্ছে। অসময়ের বৃষ্টির কারণে পাহাড় থেকে জমির ফসল কেটে বাড়ি পর্যন্ত আনা এবং ধান সংগ্রহ করা কষ্টকর হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
ঝুলন দত্ত, কাপ্তাই( রাঙ্গামাটি)ঃঃ কাপ্তাই লেকে মৎস্য আহরণ বন্ধকালীন সময়ে ৫২০জন জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। বুধবার(৩০ সেপ্টেম্বর) সকালে ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদে তিনি এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এই সময় কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ , উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্চয় কুমার দেবনাথ , উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান বাবুল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী শামসুল ইসলাম আজমির, হরিনছড়া ভাইজ্যাতলি মৌজার হেডম্যান থোয়াই অং মারমা সহ ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।