
বান্দরবান ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০নং আসনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং। তিনি পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ৬৭১ ভোট। তার প্রতিদ্বন্ধী একমাত্র প্রার্থী লাঙ্গল প্রতীকের এ টি এম শহীদুল ইসলাম পেয়েছেন ১০ হাজার ৩ শত ৬১ ভোট।
রোববার (৭ জানুয়ারি) রাত দশটায় বান্দরবান জেলা রিটার্নিং কর্মকর্তা ও বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন তার কার্যালয়ে এই ফলাফল ঘোষণা করেন। এসময় তিনি বেসরকারিভাবে নৌকা প্রতীকের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং কে বিজয়ী ঘোষনা করেন। নির্বাচনে মোট ৬৪.৯ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানান তিনি।
এবার এই আসনের দ্বাদশ সংসদ নির্বাচনে পুরুষের তুলনায় নারী ভোটারের উপস্থিতি ছিলো বেশি। জেলার ৭টি উপজেলার ৩৪টি ইউনিয়নের ২৮২টি ভোটকেন্দ্রে কোন সংঘাত ছাড়াই নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়। এরপর শুরু হয় ভোট গণনা।
পরে বিকাল ৫টার পর থেকে একে একে প্রতিটি কেন্দ্রের ভোটের ফলাফল আসতে শুরু করে। প্রতিটি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের বীর বাহাদুর প্রাপ্ত ভোট জাতীয় পার্টির প্রার্থীর চেয়ে অনেক বেশি দেখা যায়।
এদিকে নৌকা প্রতীকের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং টানা সপ্তম বারেরমত ৩০০নং আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সোমবার (৮ জানুয়ারী) সকাল থেকেই দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খীরা বীর বাহাদুর উশৈসিংকে ফুল দিয়ে বরণ করে নেন।
এদিকে টানা ৭ম বারেরমত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন ৩০০নং আসনের সংসদ সদস্য।
প্রসঙ্গত: বান্দরবান ৩০০নম্বর আসনে মোট ভোটার দুই লাখ ৮৮ হাজার ৩০জন। ১৮২টি ভোট কেন্দ্রের ৭২৭টি ভোট কক্ষে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, বান্দরবান-৩০০ আসনে বীর বাহাদুর উশৈসিং ১৯৯১ সালে, ১৯৯৬ সালে, ২০০১ সালে, ২০০৮ সালে, ২০১৪ সালে ও সর্বশেষ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ষষ্ঠ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে ২০১৪ সালের ১২ জানুয়ারি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ২০১৯ সালের ৫ জানুয়ারি থেকে একই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।