হাছান মাহমুদের ভাইয়ের দখলে থাকা ৫৫ একর বনভূমি উদ্ধার

রাঙ্গুনিয়া প্রতিনিধি :: রাঙ্গুনিয়া উপজেলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের ভাই এরশাদ মাহমুদের দখলে থাকা ৫৫ একর বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ।
সোমবার (২৬ আগস্ট) চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মারুফ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম দক্ষিণের বিভাগীয? বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।
তিনি জানান, রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামে সকাল ১০টায় অভিযান শুরু হয়।
চলে বিকেল চারটা পর্যন্ত। এ সময় গরু ও গয়ালের খামারের ছয?টি শেড, একটি রেস্তোরাঁসহ বেশ কয?েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়। খামারে কোনো গরু বা গয়াল ছিল না।
অভিযান পুরোপুরি শেষ হয়নি জানিয়ে তিনি বলেন, আরেকটি বনভূমি এরশাদ মাহমুদের দখলে আছে। শিগগির সেটি উদ্ধারে অভিযান চালানো হবে।

পার্বত্য অঞ্চলের প্রখ্যাত সাংবাদিক মরহুম একেএম মকছুদ আহমেদের স্বরণে নাগরিক শোকসভা :  পার্বত্য অঞ্চলের সাংবাদিকতার জীবন্ত কিংবদন্তি প্রবীন সাংবাদিককে মরনোত্তর রাষ্ট্রীয় পদকে ভুষিত করার দাবী

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031