পার্বত্য সমস্যা নিরসনে সরকারকে জাতীয় কনভেনশন ডাকার আহবান ব্যারিষ্টার নাজমুল হুদার

॥ নিজস্ব প্রতিবেদক ॥ পার্বত্য চট্টগ্রামের বিরাজমান সমস্যা নিরসনে সশস্ত্র বাহিনী, প্রশাসন ও নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গের সমন্বয়ে জাতীয় কনভেনশন ডাকতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন বিএনপির সাবেক নেতা ও বাংলাদেশ ন্যাশনাল এ্যালায়েন্স (বিএনএ) চেয়ারম্যান, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিষ্টার নাজমুল হুদা।
তিনি লংগদুর অগ্নিকান্ডে ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন শেষে রবিবার (৯জুলাই) দুপুরে রাঙ্গামাটির স্থানীয় এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহবান জানান।
তিনি বলেন, পাহাড়ে একের পর এক ইস্যু সৃষ্টি করে স্বার্থান্বেষী একটি মহল দেশের স্বাধীনতা অখন্ডতা ও স্বার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্রে মেতে রয়েছে। তাই দেশের অখন্ডতা রক্ষা করতে সরকারকে বিশেষ কর্মসূচী নিয়ে পার্বত্য সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগী হতে হবে। তা না হলে পার্বত্য সংকট আরো জটিল হয়ে উঠবে বলে মন্তব্য করেন তিনি। তিনি লংগদুর ক্ষতিগ্রস্থ লোকজনকে পুনর্বাসনে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহবান জানান এবং পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে সরকারকে এগিয়ে আসার আহবান জানান।
সংবাদ সম্মেলনে তৃণমুল বিএনপির মহাসচিব মোহাম্মদ শাহজাহান সাজু, তৃণমুল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ আক্কাস আলী খান, পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাস আল মামুন, পার্বত্য নাগরিক পরিষদের আহবায়িকা নুর জাহান বেগম, পার্বত্য নাগরিক পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শেখ আহাম্মদ (রাজু), সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল হামিদ (রানা), তৃণমূল কেন্দ্রীয় নেতা নজরুল ইসলামসহ তৃণমুল বিএনপির নেতৃবৃন্দ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের স্মরণে র‌্যালি ও দোয়া জুলাই এর গণঅভূত্থানে ছাত্র জনতার রক্তদান এবং অসংখ্যজনের পঙ্গুত্ব বরণের মধ্যদিয়ে আমরা নতুন দেশ পেলাম —–প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031