
॥ বরকল প্রতিনিধি ॥ রাঙ্গামাটির বরকল উপজেলার পাঁচ ইউনিয়নে এবারের হালনাগাদ নতুন ভোটার সংখ্যা ৫শ ১২ সহ উপজেলার মোট ভোটার সংখ্যা দাড়িঁয়েছে ৩৩ হাজার ৮শ ৯৭।
উপজেলা নির্বাচন অফিস জানিয়েছে, উপজেলার সুবলং বরকল সদর আইমাছড়া ভূষণছড়া ও বড়হরিণা ইউনিয়নে গত ১৪ সেপ্টেম্বর থেকে ভোটারদের ছবি তোলার কাজ শুরু হয়ে মঙ্গলবার শেষ হয়েছে। সুবলং ইউনিয়নে নতুন ভোটার পুরুষ ৬২ মহিলা ৭৪ বরকল সদও ইউনিয়নে পুরুষ ৩৬ মহিলা ৪৮ আইমাছড়া ইউনিয়নে পুরুষ ৩৯ মহিলা ৪০ ভুষণছড়া ইউনিয়নে পুরুষ ৬২ মহিলা ৭৪ ও বড়হরিনা ইউনিয়নে পুরুষ ৪১ মহিলা ৩৬ এবং পুরানো ভোটার ৩৩ হাজার ৩শ ৮৫ সহ বর্তমানে উপজেলার মোট ভোটার ৩৩ হাজার ৮শ ৯৭।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম জানান, উপজেলায় হালনাগাদ নতুন ভোটারদেও তথ্য সংগ্রহের কাজ ও ছবি তোলার কাজ সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। আগামী ২জানুয়ারী ২০১৮ সালে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর যারা এবারে ভোটার হতে পারেননি তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ভোটার হতে পারবেন বলে নির্বাচন কর্মকর্তা জানান।