
আজ গুইমারা উপজেলা পরিষদের প্রথম নির্বাচন
॥ লিটন ভট্টাচার্য্য রানা, খাগড়াছড়ি ॥ জেলার নবগঠিত গুইমারা উপজেলায় আজ সোমবার প্রথমবারের মতো উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা চললেও ভোটের দিন ঘনিয়ে আসতেই প্রার্থী ও সমর্থকদের মধ্যে নানা শঙ্কা বাসা বেধেছে। সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সরকার দলীয় আওয়ামীলীগসহ বিএনপি ও স্বতন্ত্র চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। তবে নির্বাচন কমিশনের দায়িত্বগ্রহণের পরে স্থানীয় সরকার নির্বাচনের এটি দ্বিতীয় নির্বাচন হওয়ায় কমিশনের ওপর আস্থা রাখতে চায় জনগণ।
আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা আঞ্চলিক রাজনৈতিক দলের প্রভাব বিস্তারের শঙ্কা প্রকাশ করেছেন। অপরদিকে, স্বতন্ত্র প্রার্থী আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্টদের সরকার দলীয় প্রার্থীর পক্ষে অবস্থান নেয়ার প্রবণতার কথা উল্লেখ করে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। এছাড়া, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে বহিরাগতদের নিয়ে নির্বাচনী এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা, ভয়ভীতি প্রর্দশনের অভিযোগ উঠেছে আওয়ামীলীগ সমর্থিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: নুরুন্নবীর বিরুদ্ধে। এতে সাধারণ ভোটারদের মধ্যে ভীতি কাজ করছে বলে জানিয়েছেন প্রার্থীরা।
তবে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাউছার হোসেন। ভোটাররা যাতে সুষ্ঠু পরিবেশে ভোটকেন্দ্রে যেতে পারেন সেজন্য ১১জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩ প্লাটুন বিজিবি ও ২ প্লাটুন র্যাব এবং পুলিশের স্ট্রাইকিং ফোর্স মাঠে থাকবে। এছাড়া নির্বাচনী সরঞ্জাম নিয়ে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচন সংশ্লিষ্টরাসহ পুলিশ ও আনসার সদস্যরা পৌঁছে গেছেন।
প্রসঙ্গত, গুইমারা উপজেলায় মোট ভোটার সংখ্যা ২৭হাজার ৯শত ৯২জন। নারী ভোটার ১৩হাজার ৬শ ২৫জন, পুরুষ ভোটার ১৪হাজার ৩শ ৬৭জন। ভোট কেন্দ্র ১৪টি ও বুথ সংখ্যা ৯৮টি। চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।