টেকনাফে সততা সংঘের সমাবেশ ও আলোচনা সভা

॥ কক্সবাজার প্রতিনিধি ॥ টেকনাফে সততা সংঘের সমাবেশ ও আলোচনা সভায় দূর্নীতি দমন কমিশনের কমিশনার এ,এফ,এম আমিনুল ইসলাম বলেছেন, দূদক চার দেওয়ালে বন্ধী না থেকে দূর্নীতিবাজদের চিহ্নিত করার পাশাপাশি জনগনকে সচেতনতা সৃষ্টি করে দেশ এগিয়ে নেওয়ার কাজে আত্মনিয়োগ করেছে। দূর্নীতির লাগামকে টেনে ধরার জন্য ঘর থেকে বের হয়েছি। গোটি কয়েকজন ইয়াবা ব্যবসায়ীদের জন্য টেকনাফ অভিশপ্ত। আর জাতিকে ধ্বংস করার জন্য এরাই যথেষ্ট। এই মাদক সেবন একটি পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এদের চিহ্নীত করে আইনের আওতায় নিয়ে আসতে এবং মাদক রুট বন্ধ করার প্রতি আইনশৃংখলা বাহিনীর প্রতি আহবান জানান।
তিনি আরো বলেন, দূর্নীতি বন্ধ না হলে উন্নয়ন সম্ভব নয়। এটি বন্ধ করতে পারলেই দেশ উন্নয়নের দিকে অগ্রগতি পাবে। ঘুষ শুধু দূর্নীতির অংশ নয়। বিভিন্ন অফিস কর্মকর্তাদের অফিস ফাঁকি, স্কুল শিক্ষকদের ক্লাস ফাঁকি দিয়ে কোচিং বানিজ্য, রোগীরা এসে হাসপাতালের বারান্দায় ঘুরে অথচা ডাক্তার সঠিক সময়ে অফিসে নেই এগুলোও দূর্নীতির অংশ। এছাড়াও আরো অনেক পর্যায়ের দূর্নীতি রয়েছে। এগুলো থেকে মুক্তি পেতে প্রথমে নিজেকে আলোকিত হয়ে সমাজে আলোকিত মানুষ সৃষ্টি করতে হবে। ভূমি অফিস, পল্লী বিদ্যুতের অনেক কর্মকর্তা অনিয়মে ছেয়ে গেছে। সেখানে গ্রাহকরা সেবা বঞ্চিত হচ্ছে। অফিসের প্রাপ্ত সেবা জানতে সিটিজেন চার্টার ও কর্মকর্তাদের নাম এবং মোবাইলসহ বোর্ডে টাঙ্গানোর পরামর্শ দেন। এই দূর্নীতি কমিশন আসার পর শতকরা ৩৭ থেকে ৫৫ ভাগ মামলা বৃদ্ধি পেয়েছে। মামলাগুলো ত্রুটিমুক্ত তদন্ত কার্যক্রম শেষে শতভাগ নিশ্চিত হয়ে মামলা অগ্রগতির জন্য আদালতে যাওয়া হয়। যাতে অভিযুক্তরা আইনের ফাঁক ফোকর দিয়ে বের হতে না পারে। সম্পদ লুকিয়ে রাখা যায়না, তা প্রকাশ পাবেই। সুতরাং দূর্নীতি করে কেউ রক্ষা পাবেনা। আইনের আওতায় আসতে হবে। তাই সকলকে দূর্নীতি থেকে ফিরে আসার আহবান জানান।
প্রধান অতিথি সততা সংঘের সদস্যদের উদ্দেশ্যে আরো বলেন, তোমরা সৎ পথে থেকে মাদককে ‘না’ বলুন, যুবসমাজ তথা দেশকে রক্ষা করুন।
টেকনাফে সততা সংঘের সমাবেশ ও আলোচনা সভায় দূর্নীতি দমন কমিশনের কমিশনার এ,এফ,এম আমিনুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
পরে সমাবেশ ও আলোচনা সভায় সততা সংঘের সদস্যদের দূর্নীতিমুক্ত দেশ গড়তে শপথ বাক্য পাঠ করান দূর্নীতি কমিশনার। এতে উপস্থিত সকলে অংশ গ্রহন করেন।
৫ মার্চ রবিবার সকাল ১০টায় টেকনাফ উপজেলা পরিষদ পাবলিক মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, ঢাকা দূর্নীতি দমন কমিশনের পরিচালক মোঃ মনিরুজ্জামান, পিএসটু কমিশনার মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আবু নাসের ভুইয়া, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল কুদ্দুছ, টেকনাফ সততা সংঘের সাধারন সম্পাদক সিনিয়র প্রভাষক শফিকুল ইসলাম।
এতে টেকনাফ উপজেলার জনপ্রতিনিধি, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি-বেসরকারী কর্মকর্তাগণ, সাংবাদিক, গোয়েন্দা সংস্থার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পার্বত্য অঞ্চলের প্রখ্যাত সাংবাদিক মরহুম একেএম মকছুদ আহমেদের স্বরণে নাগরিক শোকসভা :  পার্বত্য অঞ্চলের সাংবাদিকতার জীবন্ত কিংবদন্তি প্রবীন সাংবাদিককে মরনোত্তর রাষ্ট্রীয় পদকে ভুষিত করার দাবী

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031