
॥ নিজস্ব প্রতিবেদক ॥ পর্যটন শহর রাঙ্গামাটিতে পর্যটকদের কাছে আকর্ষনীয় করে তুলতে পরিস্কার পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসন ও পৌরসভা। আগামী রবিবার অভিযানের অংশ হিসাবে রাঙ্গামাটিতে ক্লিন রাঙ্গামাটি গ্রীন রাঙ্গামাটির আওতায় নিয়ে আসার চেষ্টা করা প্রথম উদ্যোগ হবে।
এ উপলক্ষে গতকাল এক প্রস্তুতি সভা রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন চাকমা বক্তব্য রাখেন।
সভায় রাঙ্গামাটি পৌরসভার কাউন্সিলার, বাজার কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্কুলের প্রতিনিধি সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয় আগামী রবিবার রাঙ্গামাটির বিভিন্ন পয়েন্টে বিভিন্ন স্বেচ্ছাবেসী সংগঠন, পৌরসভার কর্মী, ব্যবসায়ী প্রতিষ্ঠান গুলো এক যোগে এই পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করবেন। রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান এই কর্মসূচীর উদ্বোধন করবেন।