বাঙ্গালহালিয়াতে অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী

হারাধন কর্মকার, রাজস্থলী প্রতিনিধি : রাঙ্গামাটি জেলার কাপ্তাই জোন সদর ৫ আরই ব্যাটালিয়নের উদ্যোগে এবং বাঙ্গালহালিয়া সাব জোনের সহযোগিতায় বাঙ্গালহালিয়া এলাকায় অসহায় ৭০টি পরিবারদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। গত ২৭ ডিসেম্বর বুধবার সকাল ৯ ঘটিকার সময় বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের মাঠে শীতবস্ত্র বিতরণ করেন কাপ্তাই ৫ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শেখ মাহামুদুল হাসান পিএসসি। এসময় উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ এমদাদুল হক, ৩নং বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা, বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির আইসি মোঃ এনামুল হক, ইউপি সদস্য নজরুল ইসলাম, মংউচিং মারমাসহ ইউপি সদস্য-সদস্যা, কারবারী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র নিতে আসা অংসুইনু মারমা প্রতিবেদককে বলেন, শীতের প্রকোপ বেশি হওয়ায় আমাদের প্রত্যান্ত অঞ্চলে শিশু হতে বৃদ্ধ পর্যন্ত শীতে কাবু হচ্ছে। সেনাবাহিনী আমাদেরকে শীতবস্ত্র প্রদান করে শীত নিবারণে যে, ভূমিকা রেকেছেন তা অত্যান্ত প্রশংসনীয়। বিতরণকালে জোন কমান্ডার বলেন পার্বত্য জেলায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এই শীতবস্ত্র বিতরণ করার উদ্যোগ নিয়েছি। রাজস্থলী উপজেলার দুইটি ক্যাম্পের মাধ্যমে শীতকালীন সময়ে ১৪০টি পরিবারকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এবং শীতের মৌসুমে ৫আরই ব্যাটালিয়নের উদ্যোগে উপজেলার বিভিন্ন পাড়ায় মেডিকেল ক্যাম্প স্থাপন করে এলাকাবাসীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে।

॥রাঙ্গামাটিতে দৈনিক গিরিদপর্ণ সম্পাদক মরহুম এ কে এম মকছুদ আহমেদের স্মরণসভা ও ইফতার মাহফিল পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার পথিকৃৎ প্রয়াত একেএম মকছুদ আহমেদকে রাষ্ট্রীয় সম্মাননায় ভুষিত করার দাবি

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31