তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার আইসিটি মন্ত্রী হওয়ায় বনপা’ চট্টগ্রাম’র পক্ষ থেকে অভিনন্দন

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশন (বনপা) এর প্রধান উপদেষ্টা বিশিষ্ট তথ্য ও প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার আইসিটি মন্ত্রী হওয়ায় চট্টগ্রাম বনপা’র সকল সদস্যদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনটির চট্টগ্রাম সভাপতি হাদিদুর রহমান ও সাধারন সম্পাদক এম কে মোমিন। মোস্তাফা জব্বার স্যার আমাদের বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশন বনপা’র পথ পদর্শক ও আমাদের একজন একনিষ্ঠ অভিভাবক। আজকে তিনি আইসিটি মন্ত্রী হওয়ায় আমাদের সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আশা করি আগামী দিনে তিনি অনলাইন গনমাধ্যম’কে দেশের শীর্ষ গণমাধ্যম হিসেবে রূপান্তর করার জন্য কাজ করবেন।
মাননীয় প্রধান মন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে একজন সফল যোগ্য ও মেধাবী ব্যাক্তি মোস্তাফা জব্বার স্যার’কে ডিজিটাল বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ন আইসিটি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন। মোস্তাফা জব্বার স্যার সারাদেশের অনলাইন গণমাধ্যমের অভিভাবক হিসেবে কাজ করে যাচ্ছেন। আজকে অনলাইন গণমাধ্যমের জন্য যে নীতিমালা প্রনয়ন হয়েছে গত ১৯শে জুন ২০১৬ ইং তারিখে মন্ত্রী পরিষদের বৈঠকে অনুমোদন হয়েছে এবং ৪ জুলাই ২০১৭ ইং তারিখে গেজেট হয়েছে এটা একমাত্র মোস্তাফা জব্বার স্যারেরই অবদান। আমরা সারা বাংলাদেশের অনলাইন নিউজ পোর্টাল এর সম্পাদক ও প্রকাশক এর বৃহৎ সংগঠন বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশন ’বনপা’ চট্টগ্রাম’র পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
এছাড়াও তিনি বিজয় বাংলা কীবোর্ড ও সফটওয়্যার এর উদ্ভাবক এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয?্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মোস্তফা জব্বার। তাকে কম্পিউটারে বাংলা ভাষা যুক্ত করার পথপ্রদর্শক মনে করা হয?। ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত প্রকাশিত ‘বিজয? বাংলা কিবোর্ড’ প্রথম বাংলা কিবোর্ড। মোস্তফা জব্বার (৬৮) সংসদ সদস্য না হওয়ায় তাকে টেকনোক্র্যাট হিসেবে মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930