রাঙ্গামাটিতে সন্ত্রাস বিরোধী মহা সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলনে মানুষ অস্ত্রের কাছে আর জিম্মি থাকতে চায় না—দীপংকর তালুকদার

॥ নিজস্ব প্রতিবেদক ॥ যারা রাজনীতির নামে পাহাড়ে প্রতিনিয়ত সন্ত্রাস চাঁদাবাজি করছে তাদের প্রতিরোধ করতে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। মানুষ অস্ত্রের কাছে আর জিম্মি থাকতে চায় না। পাহাড়ে যতক্ষণ অবৈধ অস্ত্র উদ্ধার করে সন্ত্রাস নির্মূল না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথে সন্ত্রাস বিরোধ আন্দোলন চলবে। এর অংশ হিসেবে পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান তীব্র করার দাবীতে আগামীকাল রবিবার রাঙ্গামাটিতে সন্ত্রাস বিরোধী মহা সমাবেশ অনুষ্ঠিত হবে।
সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রাক্ককালে গতকাল শনিবার সকালে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুছা মাতব্বর, কাপ্তাই আওয়ামীলীগের সভাপতি অংশু ছাইন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে দীপংকর তালুকদার বলেন, পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান আরো তীব্র করতে এই কর্মসূচী নেয়া হয়েছে। এটি কোন দলীয় কর্মসূচী নয় উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাসের ছোবল থেকে রক্ষা পেতে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই কর্মসূচী নিয়েছে। সমাবেশ অত্যন্ত শান্তিপূর্ণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

॥রাঙ্গামাটিতে দৈনিক গিরিদপর্ণ সম্পাদক মরহুম এ কে এম মকছুদ আহমেদের স্মরণসভা ও ইফতার মাহফিল পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার পথিকৃৎ প্রয়াত একেএম মকছুদ আহমেদকে রাষ্ট্রীয় সম্মাননায় ভুষিত করার দাবি

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31