শততম টেস্টে জয় ছাড়া কিছুই ভাবছে না বাংলাদেশ

শততম টেস্টে স্মরণীয় করে রাখার কথা জানিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ দল। ঐতিহাসিক এই টেস্টের প্রথম দিন মাঠে দেখা গেল অন্য বাংলাদেশকে। দিনেশ চান্দিমালের অপরাজিত ৮৬ রান বাদ দিলে ঐতিহাসিক এই টেস্টের প্রথম দিনের পুরোটাই শাসন করেছে স্বাগতিকরা।বাংলাদেশি বোলারদের তোপের মুখে ১৯৫ রান তুলতেই সাত উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। শেষ পর্যন্ত প্রথম দিন শেষে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় সাত উইকেট ২৩৮ রান। লিটন দাসের হঠাৎ ইনজুরিতে একাদশে সুযোগ পাওয়া সাব্বির রহমানের মতে, চালকের আসনেই রয়েছে বাংলাদেশ। শুধু তাই নয়, প্রথম দিনের মত টেস্টের বাকি চারদিনও নিজেদের করে নিয়ে শততম এই টেস্টে জয় তুলে নিতে চান সাব্বির।

ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট খেলতে নামা ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যান বললেন, ‘আমরা দলের সবাই শততম টেস্টের অংশীদার হতে পেরে গর্বিত। সবাই চাই, যেভাবেই হোক এই ম্যাচটা জিততে। সব ম্যাচই জিততে চাই তবে এই ম্যাচটা জেতা দেশের জন্য, দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। সব টেস্টেই আমাদের প্রস্তুতি এক রকম থাকে। কিন্তু এই টেস্ট বিশেষ। আমরা খুব ভালো ক্রিকেট খেলতে চেয়েছি।’রঙ্গনা হেরাথকে সাথে নিয়ে অষ্টম উইকেটে অবিচ্ছিন্য ৪৩ রানের জুটি গড়েছেন চান্দিমাল। চান্দিমাল ৮৬ ও হেরাথ ১৮ রানে অপরাজিতদ্বিতীয় দিন সকালে এই জুটি আরও ভয়ঙ্কর হয়ে উঠার আগেই লঙ্কানদের অলআউট করতে চান সাব্বির, ‘যত দ্রুত ওদের অলআউট করতে পারি তত ভালো। দিনের প্রথম ঘণ্টার মধ্যেই যদি অলআউট করতে পারি তাহলে তিনশ রানের আগেই ওদের থামাতে পারবো।’বোলারদের প্রশংসায় ২৫ বছর বয়সী সাব্বির আরও বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল যত কম রান দেওয়া যায়। সেই সঙ্গে ডট বল বেশি করা। কারণ, রান কম হলে ওরা চাপে থাকবে। মুস্তাফিজ-মিরাজ দু’জনই চমৎকার বোলিং করেছে। এছাড়া আমাদের বোলিং খুবই ভালো হয়েছে বলেই অনেক সুযোগ তৈরি হয়েছে। সেগুলো আমরা কাজেও লাগিয়েছি।’

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31