দীঘিনালায় ইউপিডিএফর ত্রাণ বিতরণ :: পাহাড়ী-বাঙ্গালীর মাঝে সম্প্রদায়ীক সম্প্রীতির বন্ধন সৃষ্টি

সোহেল রানা প্রতিনিধি দীঘিনালা :: করোনা ভাইরাসের কারনে নি¤œ আয়ে মুানষের মাঝে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় পাহাড়ী- বাঙ্গালীদের মাঝে ইউপিডিএফ(গনন্ত্র)এর পক্ষ থেকে ত্রাণ বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার(২এপ্রিল) সকাল সাড়ে ১০টায় দীঘিনালা ৫টি ইউনিয়নে মধ্যে মেরুং, বোয়ালখালী, কবাখালী, দীঘিনালা, বাবুছড়া ২শত ৪০ পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়, এতে পাহাড়ি- বাঙ্গালি মাঝে সম্প্রদায়ীক সম্প্রীতি বন্ধন সৃষ্টি করেছে।
ইউপিডিএফ(গনন্ত্র) কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক জনপ্রিয় চাকমা ত্রাণ বিতরন কালে বলেন, বিশ্বে করোনা ভাইরাস মহামারি আকার ধারন করেছে, আমাদের দেশেও দিরে দিরে তার প্রভাব পড়ছে। নি¤œ আয়ের মানুষগুলো কাজ কর্ম করতে পারছেনা, তাদের খাওয়া দাওয়া কষ্টের হয়েছে পড়ছে। তাদের কোন রকম খেয়ে বেঁচে থাকার জন্য জাতিগত বেধাবেধ ভূলে আমাদের সংগঠনের পক্ষ থেকে চাউল ৫কেজি, লবন আধা কেজি, সয়াবিন তেল আধা কেজি, পিয়াজ আধা কেজি, আলু ১কেজি, ডাল আধা কেজি করে পাহাড়ি বাঙ্গালির ২শত ৪০ পরিবারের মাঝে বিতরন করেছি।
এসময় উপস্থিত ছিলেন মেরুং ইউনিয়নের কার্বারী নুয়ারাম ত্রিপুরা, ইউপিডিএফর(গনন্ত্র) দীঘিনালা উপজেলা সমন্বয়ক প্রদয় চাকমা, ইউপিডিএফর(গনন্ত্র) মেরুং ইউনিয়নের সমন্বায়ক রুবেল চাকমা ও প্রদীপ চাকমা প্রমূখ।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930