
॥ মোহাম্মদ আবু তৈয়ব, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ি জেলায় গত ১৩দিন ধরে অতিবাহিত হয়েছে লগ ডাউন। আদালত সড়ক ও শাপলা চত্তর জনসাধারনের চলাচলের প্রশাসনিক নিষেধাজ্ঞা কারনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। পুলিশ প্রশাসন দিন রাত করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য তারা মাঠে রয়েছে। রাস্তাঘাট প্রায় শূন্য রয়েছে।
বুধবার বিকেলে খাগড়াছড়ি সহরের ছবিতে প্রমাণ করা হয় প্রশাসনিক যোর তৎপরতা রয়েছে। জনসাধারণকে এদিক সেদিক যেতে নিশেষ করছে। তবে এখানো খাগড়াছড়ি জেলায় করোনা ভাইরাসের সনাক্ত হয়নি। সরকারের নির্দেশে এখানকার বসবাসরত সকল বাঙ্গালী ও পাহাড়িদের করোনা ভাইরাস থেকে রক্ষার ক্ষেত্রে ঘর থেকে বের না হওয়ার জন্য পরামর্শ দিয়ে মাইকিং করছে।
এইদিকে, প্রশাসন সন্ধ্যা ৭ টার পর ঔষধের দোকান ছাড়া কোন প্রকার দোকান বন্ধ রাখার নিদের্শ দিয়েছে। যদি ৭টার পর দোকান খোলা দেখা যায় তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহন করছে। এতে পুরো খাগড়াছড়ির শহরের দৃশ্যপট পাল্টে গেছে। খাগড়াছড়ি শহরের দোকান পাট সম্পূর্ণ বন্ধ রয়েছে। দূর পাল্লার যানবাহন চলাচল না করার কারণে গত ১৩দিন ধরে খাগড়াছড়ির সাথে অন্যান্য জেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।