
॥ নিজস্ব প্রতিবেদক ॥ করোনা পরিস্থিতি মোকাবেলায় রাঙ্গামাটিতে হতদরিদ্র খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। বৃহষ্পতিবার (৯ এপ্রিল) সকালে শহরের কাঠালতলী, পৌরসভা এলাকা, ট্রাভেল আদাম ও বনরূপা এলাকায় বসবাসরত দুই শতাধিক পাহাড়ি-বাঙ্গালী পরিবারের মাঝে এসব ত্রাণ সহায়তা পৌঁছে দেয়া হয়। এই সময় তারা চাউল-৫, আলু-৫ কেজি ও সয়াবিন তেল-১ করে বিতরণ করেন।
এ সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদেও কেন্দ্রীয় সহ-সভাপতি সাব্বির আহমেদ, যুগ্ন সম্পাদক মাওলানা আবু বকর ছিদ্দিক, অর্থ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, প্রচার সম্পাদক শাহজাহান, কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী জালোয়া ও হাবিব আজম উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ এসব এলাকায় গিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে হতদরীদ্র মানুষের হাতে হাতে ত্রাণ তুলে দেন।
এসময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ একটি গণমানুষের সংগঠন। এ সংগঠন দেশের করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারী উদ্যোগে সহযোগিতার পাশাপাশি পার্বত্য এলাকার দরিদ্র পাহাড়ি-বাঙ্গালী মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রতিদিন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ২শত পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হবে বলে নেতৃবৃন্দ জানান। নেতৃবৃন্দ বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রন না আসা পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম নাগরিকে পরিষদ যে কোন পরিস্থিতিতে পার্বত্যবাসী পাশে থাকবে।