যুক্তরাষ্ট্রে মোট ১৬০ বাংলাদেশির মৃত্যু

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে একদিনে আরো তিন বাংলাদেশিসহ রেকর্ড আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে ১৬০ বাংলাদেশিসহ মৃতের সংখ্যা বেড়ে ৩৭ হাজার ১৫৪ জনে দাঁড়িয়েছে। এছাড়াও আক্রান্ত হয়েছেন ৭ লাখের বেশি মানুষ। এমন ভয়াবহ অবস্থার মধ্যেও মে মাসের শুরুতে কয়েকটি অঙ্গরাজ্যের লকডাউন খুলে দেয়া হবে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে অতীত রেকর্ড ছাড়াচ্ছে মৃতের সংখ্যা। কেবল নিউইয়র্কেই একদিনে মারা গেছেন এক হাজারের বেশি মানুষ। লাখ লাখ রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। এ অবস্থায় চরম আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন পার করছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দীর্ঘদিন গৃহবন্দি থাকায় অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি মানসিকভাবে ভেঙে পড়েছেন অনেকে।এর মধ্যেই আগামী মাসের শুরুতে লকডাউন শিথিল করা হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে তিনি দাবি করেন, অর্থনীতির স্বার্থেই এমন পদক্ষেপ নেয়া হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা বিশেষজ্ঞদের সাথে কথা বলব। এরই মধ্যে করোনা শনাক্তের সক্ষমতা আমরা অনেক বাড়িয়েছি। তাই আসছে সপ্তাহগুলোতে কিছু অঙ্গরাজ্যে খুলে দেওয়া হবে। কিছু নাটকীয় পদক্ষেপ নেয়ার মাধ্যমে ওই অঙ্গরাজ্যগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হবে। এদিকে মার্কিন গণমাধ্যমগুলো বলছে, যুক্তরাষ্ট্রভিত্তিক ফার্মাসিউক্যিাল কোম্পানি গিলিয়াড ফার্মার তৈরি করোনার ওষুধের দারুন সাফল্য মিলেছে। এর প্রয়োগে দুই তৃতীয়াংশ রোগীর উন্নতি হয়েছে বলেও দাবি করা হয়েছে।

পার্বত্য অঞ্চলের প্রখ্যাত সাংবাদিক মরহুম একেএম মকছুদ আহমেদের স্বরণে নাগরিক শোকসভা :  পার্বত্য অঞ্চলের সাংবাদিকতার জীবন্ত কিংবদন্তি প্রবীন সাংবাদিককে মরনোত্তর রাষ্ট্রীয় পদকে ভুষিত করার দাবী

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031