সেনাবা হিনীর মানবিক কল্যানে বাঁচল প্রসু তির প্রাণ

॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটির বন্দুকভাঙ্গা ইউনিয়ন থেকে আসা প্রসব যন্ত্রনায় ছটপট করতে থাকা প্রসু তির প্রাণ বাঁচাল রাঙ্গামা টি সেনাবা হিনীর সদস্যরা। তবে, বাঁচানো যায় নি নবজাতককে। শুক্রবার (১ মে) দুপুরে রাঙ্গামা টি শহরে এই ঘটনাটি ঘটে।
জানা গেছে, স্ত্রীর প্রসব যন্ত্রনা নিয়ে রাঙ্গামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের ধামাইছড়া গ্রামের বাসিন্দা ম্যারাডোনা চাকমাকে বোটে করে শিল্পকলা একাডেমী পাশ্ববর্তী ঘাটে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে নিয়ে যেতে কোন যানবাহন না পাওয়ার কারণে ঘাটের পাশে বসে থাকতে দেখে শহরে সেনাবা হিনীর টহলরত এক টি দল।
এসময় টহল কমান্ডার ক্যাপ্টেন রেজাউল করিম কারণ জিজ্ঞেস করলে ম্যারাডোনা চাকমা বলেন, তিনি তার প্রসুতি স্ত্রীকে বোটে করে নিয়ে গ্রাম থেকে নিয়ে এসেছেন। কিন্তু হাসপাতালে নেওয়ার জন্য কোন গাড়ী পাচ্ছেন না। তাৎক্ষনিক টহল কমান্ডার এর নেতৃত্বে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, সেনা সদস্য ও পুলিশ সদস্যগণ উক্ত প্রসুতি নারীকে বোট থেকে তুলে এনে সেনা সদস্যদের নিজস্ব টহল গাড়ী খালি করে ওই গাড়ীতে তুলে দ্রুততার সাথে রাঙ্গামাটি সদর হাসপাতালের গাইনী ওয়ার্ডে ভর্তি করিয়ে দেন। প রে ঐ প্রসুতি মৃত বাচ্চা প্রসব ক রলেও প্রা ণে বে ঁচে যান স্ত্রী।
রাঙ্গামা টি জেনারেল হাসপাতালের আ এমও ডা. শওকত আকবর জানান, হাসপাতালে নিয়ে আসার পরপরই চিকিৎসার সর্বোত্তম সেবা প্রদান করেছি। ওই প্রসু তি বর্তমানে হাসপাতালে আছেন, ভালো আছেন। তবে তি নি মৃত বাচ্চা প্রসব করেছেন।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031