বান্দরবান করোনা উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু: পাড়া লকডাউন

॥ রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান ॥ বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নে করোনা ভাইরাস উপসর্গ নিয়ে একজনের মৃত্যুর ঘটনায় পাড়া লকডাউন করেছে বান্দরবান সদর উপজেলা প্রশাসন।
শুক্রবার (১ মে) সন্ধ্যায় বান্দরবানের উজিমুখ হেডম্যান পাড়ায় উহ্লাচিং মার্মা (৬০) এর মৃত্যুতে করোনা উপসর্গ সন্দেহে পাড়াটি প্রশাসনের পক্ষ থেকে লকডাউন ঘোষণা করা হয়।
স্থানীয়ারা জানান, পাড়ার বাসিন্দা শৈচিং মং মার্মার ছেলে উহ্লাচিং মার্মা আগে থেকে শ্বাস কষ্ট রোগে ভুগছিলো, গত এক সপ্তাহ আগে সে কক্সবাজার থেকে বান্দরবানে পাড়ায় চলে আসে। গতকাল ৩০মে সে মারা যায়, আর বিষয়টি প্রশাসনকে জানালে আইনি সমস্যা হবে মনে করে পাড়ার বাসিন্দাদের পরামর্শক্রমে মৃত ব্যক্তিকে গোপনে দাফন করে পাড়াবাসী।
পরে বিষয়টি প্রশাসনের নজরে আসলে সদর উপজেলা ভূমি কর্মকর্তা শাহিনুর আক্তার পাড়াটি লকডাউন ঘোষণা করে এবং একটি মেডিকেল টিম গিয়ে মৃত ব্যক্তির সংস্পর্শে আসা ১১ জনের নমুনা সংগ্রহ করে।
বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা বলেন, ঘটনাটি জানার পরপরই আমাদের মেডিকেল টিম বান্দরবানের উজিমুখ হেডম্যান পাড়ায় গিয়েছে এবং ১১ জনের নমুনা সংগ্রহ করেছে।
প্রসঙ্গত, এই পর্যন্ত বান্দরবানে করোনায় আক্রান্ত হয়ে ৮জন হাসপাতালের আইসোলেশনে ভর্তি হয়েছে তার মধ্যে হাসপাতালে চিকিৎসা শেষে ১জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031