
॥ থানচি প্রতিনিধি ॥ বান্দরবান থানচি সড়কের পাথর বাহী একটি ট্রাক উল্টে হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মীয় গুরুসহ গুরুতর আহত হয়েছে ৪জন। ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
সোমবার (৪ মে) বিকাল ৫টা থানচি বান্দরবান সড়কে দিনতে পাড়া নামক স্থানে ট্রাকটি পৌছলে হঠাৎ নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এসময় ঘটনা স্থলে থানচি উপজেলা কালী মন্দিরে পুরোহীত ভোলানাথ চক্রবর্তী ৬০, ট্রাক ড্রাইভার মোহাম্মদ হাবিব ৪৫, হেলপার মামুন ২৫, মংসিংগ্য মারমা ৩১ গুরুতর আহত হয়।
আহত ড্রাইভার মোহাম্মদ হাবিব জানান, থানচি লিটক্রে সড়কের নির্মান কাজের ব্যবহারে জন্য বান্দরবান সুয়ালক হতে এলসি পাথ ভর্তি থানচি উদ্যেশে আসার সময় ঔ সড়কে থানচি থেকে বান্দরবান ৯ কিলোমিটার দিনতে পাড়া নামক স্থানে পৌছলে হঠাৎ ব্রেকফেল্ড হয়ে যায়। ট্রাকটি নং- চট্টগ্রাম ন ৪০৪৮।
থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ ওয়াহিদুল জামান মুরাদ জানান, ঘটনা সত্যতা স্বীকার করে তিনি বলেন, দুর্ঘটনা খবর পেয়ে ৪জনকে হাসপাতালে এ্যান্বুল্যান্স পাঠিয়ে উদ্ধা করে আহতদের প্রাথমিক চিকিৎসা ব্যস্থা গ্রহন করা হয়েছে।