নিজেদের খাবারের অংশ থেকে কর্মহীন দরিদ্র মানুষদের খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে বান্দরবান সেনা জোন

॥রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান॥ বান্দরবান পার্বত্য জেলার সদর উপজেলায় আবুল নগর, কসাইপাড়া এবং বড়–য়ার টেক এলাকায় কর্মহীন দরিদ্র মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে বান্দরবান সেনা জোন। ৮ মে ( শুক্রবার) বান্দরবান সেনা জোনের লেঃ সাজ্জাদুর রহমানের নেতৃত্বে একদল সেনা সদস্য সকাল থেকে কর্মহীন দরিদ্র মানুষের ঘরে ঘরে এ সকল খাদ্য সামগ্রী পৌঁছে দেন। এ প্রসঙ্গে ত্রান বিতরণকারী সেনা কর্মকর্তা বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা সামাজিক দুরত্ব নিশ্চিতের পাশাপাশি কর্মহীন দরিদ্র মানুষদের ত্রান ও খাদ্য সামগ্রী দিয়ে সহযোগীতা করে যাচ্ছি যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রসঙ্গতঃ করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের নির্দেশনা মোতাবেক গত ২৫মার্চ হতে বাংলাদেশ সেনাবাহিনী সার্বক্ষণিক নিরলস ভাবে পরিশ্রম করো যাচ্ছে। তারই প্রেক্ষিতে বান্দরবান সেনা জোন কর্তৃক প্রতিদিন বিভিন্নভাবে এলাকার অসহায়, দুস্থ জনগনকে সাহায্য সহযোগীতা করে আসছে। সেনা জোন হতে বিভিন্ন এলাকায় করোনা মোকাবেলায় মেডিকেল সাপোর্ট এর পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করার লক্ষে বিভিন্ন প্রচারণা, লিফলেট, মাইকিং, চেকপোস্টে সতর্কতা, ডিসইনফ্যাকশন সিস্টেম ব্যবস্থা চালু রেখেছে। এছাড়াও প্রতিনিয়ত অত্যন্ত দরিদ্র জনগোষ্ঠী যাদের খাদ্য সংরক্ষন এবং রান্না করার সামর্থ নেই তাদের জন্য শুষ্ক খাবারসহ রান্না করা খাবার নিয়মিত নিরাপদভাবে পৌছে দিচ্ছে। সবার নিরাপত্তার জন্য জোন কর্তৃক ফেস মাস্ক, হ্যান্ড সেনিটাইজার বিতরণ করাও চলমান রয়েছে।

পার্বত্য অঞ্চলের প্রখ্যাত সাংবাদিক মরহুম একেএম মকছুদ আহমেদের স্বরণে নাগরিক শোকসভা :  পার্বত্য অঞ্চলের সাংবাদিকতার জীবন্ত কিংবদন্তি প্রবীন সাংবাদিককে মরনোত্তর রাষ্ট্রীয় পদকে ভুষিত করার দাবী

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031