
॥রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান॥ করোনা ভাইরাসের কারনে সারা বিশ্বের সাথে সাথে বান্দরবান জেলাও লকডাউন হয়ে বেকারত্বে জীবন যাপন করছে বান্দরবানের বিভিন্ন কর্মহীন অসহায় পরিবার, তাই তাদের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
মঙ্গলবার সকালে বান্দরবানের পৌরসভা প্রাঙ্গণে এই সহায়তা প্রদান করা হয়। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, প্যানেল মেয়র দিলীপ কুমার বড়–য়া, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ, প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনুসহ বান্দরবানের ৯টি ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
এসময় ত্রাণ সহায়তা প্রদানকালে সংক্ষিপ্ত বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বর্তমান এই মহামারির সময়ে আমাদের সকলকে সচেতন হতে হবে, ঘন ঘন হাত ধোয়া আর পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এসময় পার্র্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরো বলেন, বর্তমান সরকারের কাছে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে সুতরাং আমরা সবাই ঘরে থাকি সাবধানে থাকি, সুস্থ থাকি খাদ্য সহায়তা প্রয়োজন হলে ফোন দিলে প্রশাসন নিজ দায়িত্বে ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিবে।
এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বান্দরবান পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলদের মধ্যে ৯টি ওয়ার্ডের অসহায় ও দরিদ্র পরিবারের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য সর্বমোট ৫ হাজার ৭০০ প্যাকেট খাদ্য সামগ্রী প্রদান করে।