বান্দরবানে গুলিতে নিহত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) গ্রুপের ৬জনের লাশ ময়না তদন্ত শেষে হস্তান্তর, মামলা দায়ের

॥বান্দরবান প্রতিনিধি॥ বান্দরবা নের রাজ বিলা ইউনিয়নের বাঘমারায় সন্ত্রাসী দের গু লি তে নিহত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এম এন লারমা ) গ্রুপের ৬ জ নের লাশ ময়নাতদন্ত শে ষে স্বজন দের কা ছে হস্তান্তর করা হ য়ে ছে। এদিকে এই হত্যাকান্ডের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এম এন লারমা ) গ্রুপের বান্দরবান জেলার সে ক্রেটারী উবামং মারমা বাদী হয়ে ১৮ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেছে।
বুধবার (৮জুলাই) সন্ধ্যা ৬টায় তা দের লাশ স্বজন দের কা ছে হস্তান্তর করা হয়। এসময় বান্দরবান সদর হাসপাতা লের মর্গের সামনে নিহত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) গ্রুপের বান্দরবান জেলা কমিটির সভাপতি রতন তঞ্চংগ্যার লাশ তার ছে লে কিতন তঞ্চংগ্যা ও সহধর্মী নি মি নি প্রু মারমা গ্রহণ করে। অন্যদিকে বাকী পাঁচজনের লাশ খাগড়াছ ড়ি থেকে কেউ বান্দরবানে না আসায় নেতা দের পক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) গ্রুপের বান্দরবান জেলার সে ক্রেটারী উবামং মারমার কা ছে হস্তান্ত র ক রেন বান্দরবানের রাজবিলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: শফিকুর রহমান। বান্দরবানের রাজবিলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: শফিকুর রহমান জানান, নিহতদের ছয়জনের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এই বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, ৭জুলাই (মঙ্গলবার) সকালে বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের বাঘমারা বাজার পাড়ায় সন্ত্রাসী দের গু লিতে বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) গ্রুপের ৬জনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এম এন লারমা ) গ্রুপের (১) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিমল কান্তি চাকমা (প্রজিৎ) ৬৮, (২) খাগড়াছড়ি উপদেষ্টা কমিটির সদস্য চিং থোয়াইঅং মারমা ডেভিড ৫৬ ,(৩) বান্দরবান জেলা কমিটির সভাপতি রতন তঞ্চংগ্যা ৫০, (৪) পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির খাগড়াছড়ির সদস্য রবীন্দ্র চাকমা (মিলন) ৫০, (৫) পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির খাগড়াছড়ির সদস্য রিপন ত্রিপুরা জয় ৩৫, ও পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির খাগড়াছড়ির সদস্য জ্ঞান ত্রিপুরা (দিপেন) ৩২। আহত হয়েছে নিরু চাকমা,বিদ্যুৎ ত্রিপুরা, প্রু বা চিং মারমা।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930