
॥ নিজস্ব প্রতিবেদক ॥ পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার পথিকৃত চারণ সাংবাদিক সাপ্তাহিক বনভুমি ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদের ৭৬তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।
শুক্রবার বিকেলে রাঙ্গামাটিস্থ দৈনিক গিরিদর্পণ কার্যালয়ে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক একেএম মকছুদ আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ শাব্বির আহম্মেদ, অর্থ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ সোলায়মান, প্রচার সম্পাদক মোঃ শাহজাহান, স্টিয়ারিং কমিটির সদস্য মোঃ হাবিব আজম, অন্যান্যদের মধ্যে আব্দুল্লাাহ্ আল মামুন, মোঃ ইব্রাহিম, মোঃ নজরুল ইসলাম, মোঃ কবির আহম্মেদ, মাসুদ পারভেজ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ নেতা মোঃ নাজিম আল হাসান, মোঃ সাইফুল ইসলাম, মোঃ তাজুল ইসলাম সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিক মকছুদ আহমেদ নাগরিক পরিষদের নেতৃবৃন্দর সাথে কুশল বিনিময় করেন। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের বঞ্চিত নিপিড়ত মানুষের ক্যলাণে নাগরিক পরিষদক কাজ করতে হবে। বিশেষ করে সন্ত্রাসী চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে পাহাড়ে শান্তি প্রতষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।