
॥ নিজস্ব প্রতিবেদক ॥ করোনা মহামারিতে রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসার হাতে চিকিৎসা সরঞ্জাম তুলে দিয়েছেন খাদ্য মন্ত্রণালয় সম্পকিত স্থায়ী কমিটির সভাপতি রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
রবিবার (১২ জুলাই) সকালে রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি’র নিজস্ব কার্যালয়ে করোনাকালীন সময়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান উপ-কমিটির পক্ষ থেকে দেয়া এইসব চিকিৎসা সামগ্রী রাঙ্গামাটি সিভিল সার্জনের হাতে তুলে দেয়া হয়।
এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙ্গামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, সাধারণ সম্পাদক মিল্টন বাহাদুরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় খাদ্য মন্ত্রণালয় সম্পকিত স্থায়ী কমিটির সভাপতি রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি বলেন, করোনা ভাইরাসের কারণে মানুষের জীবন-জীবিকা রক্ষায় আমরা নিয়োজিত আছি এবং যতটা সম্ভব সহযোগিতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
আমরা বিশ্বাস যে, বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান উপ-কমিটির পক্ষ থেকে দেয়া সময়োপযোগী চিকিৎসা সহায়তা রাঙ্গামাটি জেলা স্বাস্থ্য বিভাগকে করোনা মহামারির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে সাহায্য করবে।