রাঙ্গামাটি মেডিকেল কলেজে নির্মানাধীন পিসিআর ল্যাবে বিদ্যুৎ লাইনের সংস্কার কাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটি মেডিকেল কলেজে নির্মানাধীন পিসিআর ল্যাবের নীচতলায় বিদ্যুৎ লাইনের সংস্কার কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মুত্যু হয়েছে। দ্ইু শ্রমিকদের মধ্যে একজনের নাম মোঃ আনোয়ার হোসেন (৩৭) ও আরেক জনের নাম মোঃ আব্দুল আজিজ (৩৫)। তাদের বাড়ি রাঙ্গামাটির রিজার্ভ বাজার পুরাতন পুলিশ লাইন এলাকায় বলে জানা গেছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে রাঙ্গামাটি মেডিকেল কলেজ ভবনে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। বসুন্ধরা গ্রুপের অর্থায়নে এই পিসিআর ল্যাবের নির্মাণ কাজ শুরু করা হয় এ মাসেই। জানা গেছে, মেডিকেল কলেজ হাসপাতালের মূল দরজার সংলগ্ন নির্মানাধীন পিসিআর ল্যাব স্থাপনের জন্য একদল শ্রমিক বিদ্যুৎ মেরামতের কাজ করছিলেন। এসময় তারা মাটির নিচ দিয়ে মূল ভবনে বিদ্যুৎ লাইন সংস্কার কাজ করার সময় হঠাৎ দু’জন শ্রমিক বিদ্যুতের তারে জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর জানান, মেডিকেল কলেজের নীচতলায় নির্মানাধীন পিসিআর ল্যাবের বিদ্যুৎ সংযোগের কাজ হচ্ছিলো। তারা মাটির নীচে পাইপ স্থাপন করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। আমরা দ্রুত তাদের জরুরি বিভাগে নিয়ে আসি, ততক্ষণে তারা দুজনই মারা যান। পিসিআর ল্যাবের অবকাঠামো নির্মাণ কাজে নিয়োজিত সংস্থা গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এসএম সানোয়ার জানিয়েছেন, শ্রমিকরা যেখানে বিদ্যুৎতের কাজ করছিলো সেখানে বিদ্যুতের কোনো পুরনো লাইন ছিলোনা। কিন্তু কি কারণে কিভাবে তারা বিদ্যুৎপৃষ্ট হলেন, বৃষ্টির কারণে কোথাও কোন সমস্যা হলো কিনা, সেটা অধিকতর তদন্ত শেষেই বলতে পারব আমরা। রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহগুলো ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আর এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে। ময়নাতদন্ত শেষে কোতায়ালী থানা পুলিশ মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করবে বলে তিনি জানান।

॥রাঙ্গামাটিতে দৈনিক গিরিদপর্ণ সম্পাদক মরহুম এ কে এম মকছুদ আহমেদের স্মরণসভা ও ইফতার মাহফিল পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার পথিকৃৎ প্রয়াত একেএম মকছুদ আহমেদকে রাষ্ট্রীয় সম্মাননায় ভুষিত করার দাবি

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31